Rinku Singh New Home: নিজের নামে নয়, এক মহিলার নামে কিনলেন নিজের বাড়ি, কীরকম রঙে সাজালেন বেডরুম, রিঙ্কু সিংয়ের নতুন বাড়ির সিক্রেট আউট

Last Updated:
Rinku Singh Home: কার নামে রাখলেন বাড়ির নাম৷ সেই বাড়িতে একাধিক বেডরুম৷ কী ভেবে এই কাজ করলেন কেকেআর তারকা রিঙ্কু সিং
1/13
Rinku Singh New Home: রিঙ্কু সিং এখন যাই করছেন তাই হচ্ছে শিরোনাম৷ জীবনে প্রচুর কষ্ট করে এগিয়েছেন, আর তাঁর বাংলো সেই কষ্টের শেষে সাফল্যের প্রতীক৷ রিঙ্কুর নতুন ম্যানসনের মূল্য সাড়ে তিন কোটি টাকা৷
Rinku Singh New Home: রিঙ্কু সিং এখন যাই করছেন তাই হচ্ছে শিরোনাম৷ জীবনে প্রচুর কষ্ট করে এগিয়েছেন, আর তাঁর বাংলো সেই কষ্টের শেষে সাফল্যের প্রতীক৷ রিঙ্কুর নতুন ম্যানসনের মূল্য সাড়ে তিন কোটি টাকা৷
advertisement
2/13
রিঙ্কুর নতুন বাংলো আলিগড়ের বাইরের গোল্ডেন এস্টেটে  ওজোন সিটিতে রয়েছে৷ রিঙ্কুর এই বাংলো তিন তলা৷ পুরো প্রপার্টিটির প্রতিটা কোণায় উপচে পড়ছে আভিজাত্য, বিলাসিতা ও সুখ৷
রিঙ্কুর নতুন বাংলো আলিগড়ের বাইরের গোল্ডেন এস্টেটে  ওজোন সিটিতে রয়েছে৷ রিঙ্কুর এই বাংলো তিন তলা৷ পুরো প্রপার্টিটির প্রতিটা কোণায় উপচে পড়ছে আভিজাত্য, বিলাসিতা ও সুখ৷
advertisement
3/13
প্রতিটা তলা এমনভাবে সাজানো হয়েছে যে সেখানে রিঙ্কুর স্টাইল ও রুচিশীলতার পরিচয় পাওয়া যাচ্ছে।
প্রতিটা তলা এমনভাবে সাজানো হয়েছে যে সেখানে রিঙ্কুর স্টাইল ও রুচিশীলতার পরিচয় পাওয়া যাচ্ছে।
advertisement
4/13
রিঙ্কু সিংয়ের সম্পত্তির প্রধান বৈশিষ্ট্যসাইজ-  এই প্রপার্টিটি ৫০০ স্কোয়ার ইয়ার্ড জায়গা জুড়ে বিস্তৃত৷ যা বসবাসের জন্য অনেক জায়গা দিচ্ছে৷
রিঙ্কু সিংয়ের সম্পত্তির প্রধান বৈশিষ্ট্যসাইজ-  এই প্রপার্টিটি ৫০০ স্কোয়ার ইয়ার্ড জায়গা জুড়ে বিস্তৃত৷ যা বসবাসের জন্য অনেক জায়গা দিচ্ছে৷
advertisement
5/13
পাশাপাশি বিনোদনমূলক কাজকর্ম করার জন্যেও বাড়িতে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা৷
পাশাপাশি বিনোদনমূলক কাজকর্ম করার জন্যেও বাড়িতে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা৷
advertisement
6/13
ফ্লোর - তিন তলা এই বাড়ির প্রতিটা তলায় বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে প্রতিটা ফ্লোরের বিভিন্ন ধরনের কার্যকরিতা রয়েছে৷
ফ্লোর - তিন তলা এই বাড়ির প্রতিটা তলায় বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে প্রতিটা ফ্লোরের বিভিন্ন ধরনের কার্যকরিতা রয়েছে৷
advertisement
7/13
গ্রাউন্ড ফ্লোরএতে রয়েছে একটি বিশাল সাইজের বেডরুম৷ রান্নাঘর, অফিস, ডাইনিং এরিয়া রয়েছে৷ যা একদিকে বিশ্রাম নেওয়ার জায়গার কোনও অভাব নেই৷ তেমনিই বাড়িতে সকলে মিলে যদি কাজ করতে চায় সেই জায়গারও প্রচুর ব্যবস্থা রয়েছে৷
গ্রাউন্ড ফ্লোরএতে রয়েছে একটি বিশাল সাইজের বেডরুম৷ রান্নাঘর, অফিস, ডাইনিং এরিয়া রয়েছে৷ যা একদিকে বিশ্রাম নেওয়ার জায়গার কোনও অভাব নেই৷ তেমনিই বাড়িতে সকলে মিলে যদি কাজ করতে চায় সেই জায়গারও প্রচুর ব্যবস্থা রয়েছে৷
advertisement
8/13
সেকেন্ড ফ্লোরএই তলাতেও রয়েছে তিনটি বেডরুম৷ আসলে এখনও রিঙ্কুর বিয়ে না হলেও আগামী দিনে নিশ্চিতভাবে তাঁর বিয়ে হবে৷ সেই বড়সড় পরিবারের কথা মাথায় রেখে একাধিক বেডরুমের হিসেব করে রাখা হয়েছে৷
সেকেন্ড ফ্লোরএই তলাতেও রয়েছে তিনটি বেডরুম৷ আসলে এখনও রিঙ্কুর বিয়ে না হলেও আগামী দিনে নিশ্চিতভাবে তাঁর বিয়ে হবে৷ সেই বড়সড় পরিবারের কথা মাথায় রেখে একাধিক বেডরুমের হিসেব করে রাখা হয়েছে৷
advertisement
9/13
বাড়ি সাজানো  ও স্মৃতি স্মারকরিঙ্কু ক্রিকেট খেলার দারুণ ক্ষমতা রয়েছে৷ আর বাড়ি সাজানোতেও তার দারুণ ক্রিয়েটিভিটির ছোঁওয়া ও ক্রিকেটের উপস্থিতি খুব ভালভাবে দেখা যাচ্ছে৷
বাড়ি সাজানো  ও স্মৃতি স্মারকরিঙ্কু ক্রিকেট খেলার দারুণ ক্ষমতা রয়েছে৷ আর বাড়ি সাজানোতেও তার দারুণ ক্রিয়েটিভিটির ছোঁওয়া ও ক্রিকেটের উপস্থিতি খুব ভালভাবে দেখা যাচ্ছে৷
advertisement
10/13
সেই ব্যাটটিকেও বিশেষ দেওয়ালে রেখেছেন , যেটি দিয়ে তিনি কেকেআরের হয়ে আইপিএলে পাঁচটি ছক্কা হাকিয়েছেন৷ সেই ম্যাচটি ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে৷
সেই ব্যাটটিকেও বিশেষ দেওয়ালে রেখেছেন , যেটি দিয়ে তিনি কেকেআরের হয়ে আইপিএলে পাঁচটি ছক্কা হাকিয়েছেন৷ সেই ম্যাচটি ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে৷
advertisement
11/13
রিঙ্কুর বাড়ির নামরিঙ্কু নিজের বাড়ির নাম রেখেছেন বীণা প্যালেস৷ যা আসলে তাঁর মায়ের নাম৷ তাঁর মায়ের নাম বীণা সিং৷ তাঁর মা নিজের জীবনে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য৷
রিঙ্কুর বাড়ির নামরিঙ্কু নিজের বাড়ির নাম রেখেছেন বীণা প্যালেস৷ যা আসলে তাঁর মায়ের নাম৷ তাঁর মায়ের নাম বীণা সিং৷ তাঁর মা নিজের জীবনে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য৷
advertisement
12/13
তাই এই ক্রিকেট খেলে নতুন যে জায়গাটা গড়ে নিয়েছেন তা দিয়েই যে মাথার উপরের ছাদ গড়লেন সেই ছাদের নাম দিলেন নিজের মায়ের নাম৷
তাই এই ক্রিকেট খেলে নতুন যে জায়গাটা গড়ে নিয়েছেন তা দিয়েই যে মাথার উপরের ছাদ গড়লেন সেই ছাদের নাম দিলেন নিজের মায়ের নাম৷
advertisement
13/13
রিঙ্কু সিং এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজ দলে রয়েছেন এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছেন, সামনে কেকেআরের হয়ে আইপিএল খেলা৷ হয়ত আইপিএল ২০২ মরশুমে তিনি অধিনায়কও হতে পারেন৷
রিঙ্কু সিং এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজ দলে রয়েছেন এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছেন, সামনে কেকেআরের হয়ে আইপিএল খেলা৷ হয়ত আইপিএল ২০২ মরশুমে তিনি অধিনায়কও হতে পারেন৷
advertisement
advertisement
advertisement