এই প্রতিযোগিতা থেকে যে সমস্ত প্রতিযোগীরা উত্তীর্ণ হবেন, আগামীদিনে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাবেন। সেখানে যারা নিজেদের তুলে ধরতে পারবেন, তাঁরা পরবর্তীতে ন্যাশনাল লেভেল, এশিয়ান স্তর এবং সবশেষে ওয়ার্ল্ড কাপে যাওয়ার সুযোগ পাবেন। মূলত এই মঞ্চ তৈরি হয়েছে আগামীর আন্তর্জাতিক চ্যাম্পিয়নদের খোঁজ পেতে।
আরও পড়ুন : Purulia Trip: ১৫ অগাস্টের লং উইকেন্ডে পুরুলিয়া যাচ্ছেন? ‘এই’ জায়গাটি ‘লুকানো স্বর্গ’, না গেলে বড় মিস
advertisement
এই বিষয়ে কেউকোশিন ইউনিয়ন ইন্ডিয়ার সেক্রেটারি অভিজিৎ শীল বলেন, ইতিপূর্বেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেছে। এ-বছরও তাদের লক্ষ্য থাকবে আন্তর্জাতিক স্তরে জায়গা করে আসা।
আরও পড়ুন : রাজকীয় অতীতের স্বাক্ষী হয়ে আজও বর্তমান পুরুলিয়ার অশোক স্তম্ভ! হারানোর ভয়ও আছে
এ বিষয়ে কিউকোসিন কায়িকান ইউনিয়ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সোমনাথ দে বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল, প্রতিভাবান ক্যারাটে প্রতিযোগীদের খুঁজে বের করে, তাদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া। এর আগেও পুরুলিয়ার ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের প্রতিভাকে তুলে ধরেছে। আমরা আশা রাখি আগামী দিনে আরও ভাল জায়গায় পৌঁছতে পারব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এক প্রতিযোগী শ্রেয়া তপাদার বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তার ভীষণই ভাল লাগছে। উল্লেখ্য, এর আগে তিনি জুনিয়র ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি নিজের জায়গা তৈরি করতে না পারলেও, এইবারে তিনি নিজের জায়গা তৈরি করতে পারবেন বলে আশাবাদী। এই মঞ্চে প্রতিযোগীদের আবেগ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। খুদেদের মধ্যেও ছিল প্রতিযোগিতায় জয়ী হওয়ার অদম্য ইচ্ছা।
শর্মিষ্ঠা ব্যানার্জি