রাজকীয় অতীতের স্বাক্ষী হয়ে আজও বর্তমান পুরুলিয়ার অশোক স্তম্ভ! হারানোর ভয়ও আছে

Last Updated:

 এই 'অশোক স্তম্ভ' নিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস। জানা যায়, পঞ্চকোট রাজবংশের শেষ রাজধানী কাশীপুর থাকাকালীন এই 'অশোক স্তম্ভ' নির্মিত হয় কাশীপুরের বুকে। এই জাতীয় প্রতীক তৈরি করেছিলেন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও।

+
রাজার

রাজার আমলে তৈরি অশোক স্তম্ভ।

পুরুলিয়া: রাজকীয় অতীতের স্বাক্ষী হয়ে ‘অশোক স্তম্ভ’ আজও পুরুলিয়ায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ভারতের ঐতিহ্য ও গৌরবের প্রতীক এই ‘অশোক স্তম্ভ’। রাজ আমলে তৈরি অশোক স্তম্ভ এখনও অক্ষত রয়েছে পুরুলিয়ায়। জানা যায়, ভারতের এই জাতীয় প্রতীক পুরুলিয়া জেলার মধ্যে একমাত্র কাশীপুরেই তৈরি করেছিলেন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও।
রাজার আমলে তৈরি হওয়া এই ‘অশোক স্তম্ভ’ নিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস। জানা যায়, পঞ্চকোট রাজবংশের শেষ রাজধানী কাশীপুর থাকাকালীন এই ‘অশোক স্তম্ভ’ নির্মিত হয় কাশীপুরের বুকে। কাশীপুর বাজার এলাকায় থাকা ‘অশোক স্তম্ভ’ আজ শুধু কাশীপুরেই নয়, সমগ্র পুরুলিয়া জেলাবাসীর কাছে একটি ঐতিহ্য ও গৌরবের বিষয়।
advertisement
advertisement
যদিও বহু প্রাচীন এই ‘অশোক স্তম্ভটি’ বছর কয়েক আগে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছিল। যদিও তারপর কাশীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ‘অশোক স্তম্ভের উপরে তৈরি করা হয়েছে সেড। কিন্তু এই প্রাচীন স্তম্ভটি টিকিয়ে রাখতে আরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে স্থানীয়দের মত। এই অশোক স্তম্ভকে সরকার দ্বারা উপযুক্ত সংরক্ষণের দাবি করছেন কাশীপুরবাসী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাশীপুর এলাকার প্রবীণ নাগরিক তথা বিশিষ্ট শিক্ষক নন্দদুলাল গোস্বামী জানিয়েছেন, “কাশীপুর এলাকায় শিক্ষার মান উন্নয়নে বোর্ডিং স্কুল তৈরির জন্য কাশীপুরের তৎকালীন রাজা সরকারকে জমি দান করেছিলেন। সেই স্কুল তৈরির সময় ওই জমিতেই ভারতের জাতীয় প্রতীক ‘অশোক স্তম্ভের নির্মাণ করেছিলেন রাজা।” তবে সেই বোর্ডিং স্কুল কালের নিয়মে আজ পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে।
advertisement
কিন্তু এখনও রাজ আমলের সাক্ষী হয়ে অবশিষ্টাংশ এখনও পড়ে রয়েছে। আর তার পাশেই থাকা স্কুলের সেই জমিতে ‘অশোক স্তম্ভটি আজও টিকে রয়েছে কালের সঙ্গে যুদ্ধ করে। কাশীপুরের বুকে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রাজার আমলে তৈরি হওয়া ভারতের জাতীয় প্রতীক ‘অশোক স্তম্ভ।’
 শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজকীয় অতীতের স্বাক্ষী হয়ে আজও বর্তমান পুরুলিয়ার অশোক স্তম্ভ! হারানোর ভয়ও আছে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement