মুর্শিদাবাদ জেলার কান্দি শহর নিবাসী অরিত্র বাগ্দী পড়াশুনোতে মেধাবী যেমন ঠিক তেমনই ক্যারাটেতেও পারদর্শী ছোট থেকেই। কান্দি মোহনবাগান ময়দানে নিত্যদিন চলে তার প্রশিক্ষণ। প্রশিক্ষক মহম্মদ আজাহারউদ্দিন, তার হাতেই প্রশিক্ষণ নেন প্রতিদিন। ইতিমধ্যেই বাড়ি ফিরে আসতেই তার খেলার মাঠে তাকে সংবর্ধনা জানানো হয়। পাঞ্জাব শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এই স্কুল গেমসে ফেডারেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন বিষয়ের উপর খেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক স্কুল গেমসে। তবে অনুর্ধ ১৪ বছর ক্যারাটেতে জাতীয় স্তরে খুদের এই সাফল্যে হতেই খুশি সকলেই।
advertisement
বর্তমানে ছাত্র ও ছাত্রীদের তাদের মানসীক বিকাশ ও দৈহিক বিকাশ ঘটানোর জন্য এই প্রশিক্ষণ নিয়ে থাকে। ফলে শতাধিক ছাত্র ও ছাত্রীরা অংশ গ্রহণ করেছিলেন এই ক্যারাটে প্রতিযোগিতায়। ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেছেন ছাত্র ও ছাত্রীরা।
আরও পড়ুনঃ Vinod Kambli: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! ভর্তি হাসপাতালে, আশঙ্কামুক্ত নন প্রাক্তন ভারতীয় প্লেয়ার!
ক্যারাটের উৎপত্তি ভারতে হলেও সেই ভাবে এই দেশে বিকাশ ঘটেনি। তবে ক্যারাটেতে এগিয়ে গেছে চীন বা কোরিয়া। তাই বর্তমানে ছাত্র ও ছাত্রীদের নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অনেকেই সময় উপযোগী বলে মনে করছেন শিক্ষকরা।
কৌশিক অধিকারী





