আগেই ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫৪ বেডের মুর্শিদাবাদের নতুন কান্দি মহকুমা হাসপাতাল। এই সরকারি হাসপাতাল যা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, তা বেসরকারি হাসপাতালকেও অনেকক্ষেত্রে হার মানাবে। নতুন ভবন স্বাস্থ্য পরিষেবা চালু হলেই এখানে ডাইলাসিস, ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম সহ মাল্টি স্পেশালিটি হাসপাতালের পরিষেবা পাবেন রোগীরা।
আরও পড়ুন : ‘কার্তিকে’র রাতে বেলডাঙা মাতিয়ে দিল ৩০০ বছরের ‘বুড়ো শিব’, পুজো দেখতে রেকর্ড ভিড়
advertisement
শুধুমাত্র নতুন ভবনে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ই-প্রেকিপশন চালু হবে কান্দি মহকুমা হাসপাতালে। অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শিশু বিভাগ ও মহিলা পুরুষ বিভাগের রোগীদের চিকিৎসা মিলবে। উল্লেখ্য, কান্দি মহকুমা হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন আশপাশের সাধারণ মানুষজন। এখানে বেসরকারি নার্সিংহোমের সংখ্যা কম, ফলে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন রোগীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোগীদের কথা মাথায় রেখেই নতুন করে একটি হাসপাতাল তৈরি করা হয়। উদ্বোধন হলেও এতদিন চালু করা সম্ভব হয়নি এই হাসপাতাল। এবার হাসপাতাল চালু করা হলেই উপকৃত হবেন রোগী ও রোগীর পরিবার। মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, উদ্বোধন হলেও কিছু টেকনিক্যাল সমস্যার জন্য চালু করা হয়নি এই নতুন হাসপাতাল। তবে এবার পয়লা ডিসেম্বর থেকেই রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা পাবেন। মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানিয়েছেন, এই হাসপাতালের যা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা বেসরকারি হাসপাতালকেও হার মানাবে। এছাড়াও মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা।





