TRENDING:

E-Prescription : বছর শেষে সুপার গিফট! কান্দি হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, ওষুধের নাম বুঝবেন মুহূর্তে

Last Updated:

E-Prescription : ডিসেম্বর মাসেই চালু হচ্ছে কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্য পরিষেবা। রোগীরা পাবেন ই-প্রেসক্রিপশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বর মাসেই চালু হচ্ছে কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্য পরিষেবা। হাসপাতাল পরিদর্শনে এসে জানালেন মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া। শুধু তাই নয়, এবার রোগীদের কথা মাথায় রেখেই চালু হবে ই-প্রেসক্রিপশন। ই প্রেসক্রিপশনে সুবিধা হবে রোগীদের।
advertisement

আগেই ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫৪ বেডের মুর্শিদাবাদের নতুন কান্দি মহকুমা হাসপাতাল। এই সরকারি হাসপাতাল যা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, তা বেসরকারি হাসপাতালকেও অনেকক্ষেত্রে হার মানাবে। নতুন ভবন স্বাস্থ্য পরিষেবা চালু হলেই এখানে ডাইলাসিস, ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম সহ মাল্টি স্পেশালিটি হাসপাতালের পরিষেবা পাবেন রোগীরা।

আরও পড়ুন : ‘কার্তিকে’র রাতে বেলডাঙা মাতিয়ে দিল ৩০০ বছরের ‘বুড়ো শিব’, পুজো দেখতে রেকর্ড ভিড়

advertisement

শুধুমাত্র নতুন ভবনে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ই-প্রেকিপশন চালু হবে কান্দি মহকুমা হাসপাতালে। অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শিশু বিভাগ ও মহিলা পুরুষ বিভাগের রোগীদের চিকিৎসা মিলবে। উল্লেখ্য, কান্দি মহকুমা হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন আশপাশের সাধারণ মানুষজন। এখানে বেসরকারি নার্সিংহোমের সংখ্যা কম, ফলে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন রোগীরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রেসক্রিপশন পড়া হবে একদম জলভাত, বছর শেষে বড় উপহার পাচ্ছে কান্দি হাসপাতাল
আরও দেখুন

রোগীদের কথা মাথায় রেখেই নতুন করে একটি হাসপাতাল তৈরি করা হয়। উদ্বোধন হলেও এতদিন চালু করা সম্ভব হয়নি এই হাসপাতাল। এবার হাসপাতাল চালু করা হলেই উপকৃত হবেন রোগী ও রোগীর পরিবার। মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, উদ্বোধন হলেও কিছু টেকনিক্যাল সমস্যার জন্য চালু করা হয়নি এই নতুন হাসপাতাল। তবে এবার পয়লা ডিসেম্বর থেকেই রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা পাবেন। মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানিয়েছেন, এই হাসপাতালের যা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা বেসরকারি হাসপাতালকেও হার মানাবে। এছাড়াও মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
E-Prescription : বছর শেষে সুপার গিফট! কান্দি হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, ওষুধের নাম বুঝবেন মুহূর্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল