Murshidabad News : 'কার্তিকে'র রাতে বেলডাঙা মাতিয়ে দিল ৩০০ বছরের 'বুড়ো শিব', পুজো দেখতে রেকর্ড ভিড়

Last Updated:

Murshidabad News : বেলডাঙার ৩০০ বছরের প্রাচীন বুড়ো শিবের পুজো মেতে উঠলেন সাধারণ মানুষ। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে।

+
বেলডাঙার

বেলডাঙার বাথানগড়ের বুড়ো শিব 

বেলডাঙা, কৌশিক অধিকারী: সোমবার রাতে ছিল কার্তিক পুজো। বেলডাঙার ৩০০ বছরের প্রাচীন বুড়ো শিবের পুজো মেতে উঠলেন সাধারণ মানুষ। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে। মূলত কার্তিক পুজোর সন্ধ্যার পর থেকেই বেলডাঙার প্রাচীন বুড়ো শিবের পুজো চলে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বেলডাঙা বড় পাড়ার ঘোষবাবুরা প্রথম ছুতোর পাড়ায় বুড়ো শিবের পুজো শুরু করেন। কার্তিক সংক্রান্তিতে এই পুজো অনুষ্ঠিত হয়।
শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এই উৎসবে মেতে উঠে মুর্শিদাবাদের বেলডাঙা। গ্রামীণ মেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোয় সেজে ওঠে বেলডাঙ্গা শহর। সব মিলিয়ে বেলডাঙায় প্রায় ৩০০’র কাছাকাছি কার্তিক ও ভৈরব পুজো হয়ে থাকে। বেলডাঙার পুজোগুলির মধ্যে অন্যতম সবচেয়ে প্রাচীন ও সুনামধন্য পুজো বেলডাঙার বুড়ো শিব। কয়েকশো বছরের পুরনো ছুতারপাড়ার বাথানগড়ের বুড়ো শিব দেখতে ভিড় সবচেয়ে বেশি। উৎসবে সামিল হলেন ৮ থেকে ৮০ সকলেই।
advertisement
advertisement
বুড়ো শিব পুজো কমিটির সদস্যরা জানান, ‘শতাব্দী প্রাচীন এই পুজো, আমার জন্মানোর আগের থেকেই পুজো হয়ে আসছে। প্রথম থেকে যে নিয়মে পুজো হত, সেই নিয়মানুসারেই আমরা এখনও পুজোটাকে চালিয়ে যাচ্ছি। প্রচুর ভক্তরা ইতিমধ্যে বহু দূর থেকে এসে পুজো দিয়ে গিয়েছেন। এখনও আসছেন। সবমিলিয়ে বুড়ো শিবের পুজোকে কেন্দ্র করে বিশাস উৎসবের আয়োজন এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য,  কিছুদিন আগেই মিটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তারপর একে একে লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটাও মিটেছে। কিন্তু কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ঠিক তেমনই শীত শুরু হতেই শুরু হয়ে গেল শিব পুজো। সমস্ত জেলা জুড়েই ঘটা করে এখন হয় এই শিব পুজো। কার্তিক সংক্রান্তিতে এই পুজো অনুষ্ঠিত হয়। বুড়ো শিবের পুজো মুলত শৈব সম্প্রদায়ের। সেই থেকেই আজও মহাদেব এখানে বসা অবস্থায় পুজো হয়। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News : 'কার্তিকে'র রাতে বেলডাঙা মাতিয়ে দিল ৩০০ বছরের 'বুড়ো শিব', পুজো দেখতে রেকর্ড ভিড়
Next Article
advertisement
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে? দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?দেখে নিন চুক্তি
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ

  • ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?

  • দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement