স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিমেন্টের বদলে কাদা মাটি ব্যবহার করে ঢালাই করা হচ্ছিল এবং যে কাজ করা হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের। এমনকি পাথরও ঠিক মত ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রিজেক্ট পাথর ব্যবহার করা হচ্ছে কাজে। আর সেই কারণেই কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পৌর সদস্য দীপঙ্কর মজুমদার তারা এই কাজ বন্ধ করে দেন।
advertisement
আরও পড়ুন: মিটতে চলেছে আসল সমস্যা! এবার ফালাকাটা হবে গ্রিন আর গ্রিন! দুর্দান্ত পদক্ষেপ পুরসভার
মুর্শিদাবাদ জেলার প্রাচীন হাসপাতাল কান্দি মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন কান্দি মহকুমার পাঁচটি ব্লকের মানুষজন। কিন্তু হাসপাতালে বেডের সংখ্যা কম থাকার কারণে মাটিতে চলে চিকিৎসা। তার জন্য গত দু’বছর আগে ১০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। আগামী কয়েক মাসের মধ্যেই কান্দি মহকুমা হাসপাতালে বসানো হবে ডায়ালাইসিস ইউনিট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, “কান্দি মহকুমা হাসপাতালের এক্সরে বিভাগ থেকে অপারেশন থিয়েটার বিভাগ এমনকি অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে ১০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল। আর হাসপাতালের সামনেই ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। আমরা কাজের নিম্নমানের অভিযোগ পেতেই কাজ বন্ধ করে দিয়েছি। সঠিক ভাবে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
কৌশিক অধিকারী





