পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
আরও পড়ুন: টানা তিনদিন প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা! IMD-র ভয়ঙ্কর সতর্কতা, উত্তরবঙ্গে আর কতদিন দুর্যোগ থাকবে
advertisement
৩২তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ সজ্জারকাজ!
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের অরুণ ওয়াট কৃষ্ণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে। যার উচ্চতা হতে চলেছে ১৪০ ফুটের কাছাকাছি এবং চওড়ায় হতে চলেছে ১৩৫ ফুটের কাছাকাছি এমনটাই জানালেন পুজোর কর্মকর্তা অরূপ মুখোপাধ্যায়। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল। তাই অনেক ভেবেচিন্তে তারা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগের বছর পুজো মণ্ডপের ভেতরটি সম্পূর্ণভাবে কাচের তৈরি করা হয়েছিল। আর এ বছর পুজো মণ্ডপের ভেতরে সাজানো হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে।
পুজোর কর্মকর্তা অরূপ বলেন, ”গত বছর মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন আমাদের পুজো। এ বছরও আমরা আশা রাখছি তিনিই উদ্বোধন করবেন। আশা করা যাচ্ছে মহালয়ার দিন উদ্বোধন হতে পারে, আমাদের পুজো মণ্ডপ। তবে সঠিক দিনক্ষণ এখনও সিদ্ধান্ত হয়নি কোনও কিছু। তবে গত দু’বছরের মতো এবছরও কল্যাণীতে দর্শনার্থীদের ঢেউ নামবে পুজোর বেশ কয়েকটি দিন এমনটি মনে করছে পুজোর কর্মকর্তারা।
Mainak Debnath