পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই তিনজন একটি মোটরবাইকে করে সোদপুরের দিক থেকে উত্তর ২৪ পরগনার বারাকপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক আরোহীরা ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে আশঙ্কাজনক অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।
advertisement
স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। লরিটিকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রথযাত্রার সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত আরোহীদের পরিচয় জানার চেষ্টা চলছে।
Rudra Narayan Roy