International Day Against Drug Abuse: সারাদিন শুকনো নেশা! নেশার টাকা জোগাড়ে কতকিছু! সেই 'শাহেনশা'কেই সম্মাননা পুলিশের! পুরো গল্প হার মানাবে সিনেমাকেও

Last Updated:

International Day Against Drug Abuse: এক সময়ের নেশাগ্রস্ত, আজকের উদাহরণ হয়ে ওঠা এই যুবককে সম্মান জানিয়ে নজির গড়ল বারাসাত জেলা পুলিশ।

মহম্মদ শাহেনশাহ
মহম্মদ শাহেনশাহ
উত্তর ২৪ পরগনা: বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাসাত জেলা পুলিশ বিশেষ সম্মান দিল ‘শাহেনশা’কে! এক সময়ের নেশাগ্রস্ত, আজকের উদাহরণ হয়ে ওঠা এই যুবককে সম্মান জানিয়ে নজির গড়ল বারাসাত জেলা পুলিশ। নেশার অন্ধকার গলি পেরিয়ে আলোয় ফেরার তার এই লড়াই যেন আজ অনেকের কাছেই দৃষ্টান্ত।
উত্তর ২৪ পরগনার তিলজলার বাসিন্দা মহম্মদ শাহেনশার জীবনের গল্প যেন সিনেমার চিত্রনাট্য। অন্ধকার থেকে আলোয় ফেরার সেই যাত্রার গল্পই এখন নেশাগ্রস্থদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। মাত্র আট বছর বয়সে বন্ধুবান্ধবের হাত ধরে নেশার জগতে প্রবেশ করেন শাহেনশা। হেরোইন থেকে শুরু করে ইনজেকশন, এন১০ সহ কোন নেশা তার অচেনা ছিল না। সেই সঙ্গে জড়িয়ে পড়েন বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে।
advertisement
advertisement
দিনের পর দিন একই সিরিঞ্জে ইনজেকশন নেওয়া, রাস্তায় দিন কাটানো, নেশার টাকা জোগাড় করতে ছোটোখাটো অপরাধ – সবটাই ছিল তাঁর জীবনের অঙ্গ। একাধিকবার জেলেও যেতে হয় তাঁকে। এই ধরনের নেশায় আসক্তির মধ্যে অপরাধমূলক কাজকর্ম করতেও যেন আনন্দ লাগত, অকপট স্বীকারোক্তি নেশার জগত ছেড়ে আসা এই শাহেনশার। দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে চলে আসা এই নিকৃষ্ট জীবনের কারণে সমাজ ও পরিবার যখন তাঁকে ছেড়ে দিয়েছিল, তখন হৃদয়পুরের একটি পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় মেলে তাঁর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জামাকাপড়হীন, একেবারে শারীরিকভাবে ভেঙে পড়া অবস্থায় তাঁকে হোমে আনা হয়। চিকিৎসা, যত্ন এবং মানসিক সুস্থতার প্রশিক্ষণে ধীরে ধীরে বদলাতে থাকে শাহেনশার জীবন। নেশার প্রভাব ছাড়তে খিঁচুনি, উত্তেজনা, মানসিক ভাবে ভেঙে পড়া- সব পেরিয়ে তিনি এখন এক দায়িত্ববান মানুষ। বর্তমানে হোমের একজন নির্ভরযোগ্য সদস্য এই মহম্মদ শাহেনশা। তার এই জীবন বদলের গল্প আজ অনেক নেশাগ্রস্থ মানুষকেই ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
advertisement
এসবের কারণে জেলা পুলিশের তরফে বারাসাত রবীন্দ্রভবনে বিশেষ এই দিনে তাঁকে দেওয়া হল সম্মান। তাঁর জীবনের এই আমূল পরিবর্তনকে সমাজের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরতে চায় প্রশাসন। পুলিশ কর্মকর্তারাও মনে করেন, শাহেনশার গল্প ভবিষ্যতের বহু যুবককে মাদক ছেড়ে সুস্থ জীবনের পথে ফিরতে অনুপ্রেরণা জোগাবে। বারাসাত জেলা পুলিশের এই উদ্যোগ যেন সচেতনতা গড়ার পথে হয়ে রইল এক বড় পদক্ষেপ।
advertisement
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Day Against Drug Abuse: সারাদিন শুকনো নেশা! নেশার টাকা জোগাড়ে কতকিছু! সেই 'শাহেনশা'কেই সম্মাননা পুলিশের! পুরো গল্প হার মানাবে সিনেমাকেও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement