রবিবার রাতে বাড়ি ফিরে প্রাক্তন সেনা জওয়ানের চক্ষু চড়কগাছ। তিনি দেখেন সদর গেট-সহ বাড়ির ভিতরের একাধিক তালা ভাঙা। বাড়ির প্রত্যেকটি ঘরের আলমারির লকার ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার বাক্স। আত্মীয়ের বাড়ি থেকে ফিরে লক্ষ লক্ষ টাকার ক্ষতির জেরে কপাল চাপড়াচ্ছেন শঙ্করবাবু।
advertisement
জানা যাচ্ছে, বাড়ি থেকে প্রায় সাড়ে চার-পাঁচ ভরি সোনার গয়না, এবং আড়াই লক্ষ টাকা নগদ চুরি গিয়েছে ওই রাতে। পুরো বিষয়টি ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। রবিবার রাত এবং সোমবার দুপুরে তদন্তে আসেন ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা।
এ প্রসঙ্গে সোমবার দুপুরে শঙ্করবাবু বলেন, “আমরা বাড়িতে না থাকার বিষয়টি জানতে পেরে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছি”। এই ঘটনার পর আতঙ্কিত তার স্ত্রীও। এ প্রসঙ্গে স্থানীয় এক এলাকাবাসী বলেন, এর আগেও এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
