মৃতের আত্মীয়রা জানিয়েছেন, বাড়ি আম গাছে এবার ভাল মুকুল এসেছে। আমের ভাল ফলন পেতে হিয়াত মল্লিক গাছে উঠে ওষুধ প্রয়োগের পরিকল্পনা নিয়েছিলেন। সেই মতো ওষুধ কিনে নিয়ে এসে তা জলে গুলে ড্রামে নিয়ে গাছে ওঠেন তিনি। আম গাছটি অনেক বড় ছিল। অনেকটাই উপরে উঠেছিলেন তিনি। সেখানে একটি শুকনো ডালে দাঁড়িয়ে তিনি ওষুধ প্রয়োগের কাজ করছিলেন। কিন্তু তার ভার সহ্য করতে না পেরে শুকনো ডালটি হঠাতই ভেঙে পড়ে। সেই ডালের সঙ্গে নীচে পড়ে যান তিনিও। গুরুতর আঘাত পান। এরপর আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
advertisement
আরও পড়ুন : কোন কোন মশলাকে একসঙ্গে পাঁচফোড়ন বলে, জেনে নিন তাদের অসংখ্য উপকারিতা
অন্যদিকে কালনা থানার অন্তর্গত পিন্ডিরা পঞ্চায়েতের বহড়া এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক ক্লাস ওয়ানের ছাত্রীর। মৃত ওই শিশুর নাম অঙ্কিতা কোঁড়া (৮)। গতকাল দুপুরে সে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল । মনে করা হচ্ছে, এমন সময় হঠাৎই সে জলে ডুবে যায়। বিকেলের পর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার হদিশ মেলেনি। গতকাল সন্ধ্যায় তার বাড়ির থেকে কিছুটা দূরে ওই পুকুরে মৃতদেহ খুঁজে পায় মৃতের পরিবার-পরিজনেরা। আজ শুক্রবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে ওই ছাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত হয়।