TRENDING:

বর্ষায় নতুন বিপদ, কালনায় ঘরে ঘরে রোগী...! তড়িঘড়ি বিশেষ ব্যবস্থা হাসপাতালে

Last Updated:

কালনা সুপার স্পেশালিটি বিল্ডিং এর প্রথম তলায় পুরুষ রোগীদের জন্য আলাদা ফিভার ওয়ার্ড চালু করা হয়েছে। মহিলা মেডিসিন বিভাগের ৪ নম্বর ঘরকে পরিণত করা হয়েছে মহিলা ফিভার ওয়ার্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, কালনা: জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বর্ষা শুরু হতেই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা এলাকায় জ্বরের প্রকোপ বাড়তে শুরু করেছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে কালনা মহকুমা হাসপাতালে নতুন করে আলাদা ফিভার ওয়ার্ড চালু করা হয়েছে।
কালনা মহকুমা হাসপাতাল। 
কালনা মহকুমা হাসপাতাল। 
advertisement

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ আগস্ট থেকে কালনা সুপার স্পেশালিটি বিল্ডিং এর প্রথম তলায় পুরুষ রোগীদের জন্য একটি আলাদা জ্বরের ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি, মহিলা মেডিসিন বিভাগের ৪ নম্বর ঘরকে পরিণত করা হয়েছে পূর্ণাঙ্গ মহিলা ফিভার ওয়ার্ডে। এই উদ্যোগের ফলে এখন জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত এবং বিশেষ নজর দিয়ে চিকিৎসা করা সম্ভব হচ্ছে।

advertisement

আরও পড়ুন : দু’মাস ধরে দুর্ভোগ! হাঁটুজলে ডুবে হরিশপুর, সহ্যের সীমা পার গ্রামবাসীর, স্থায়ী সমাধানের দাবিতে এবার এককাট্টা সকলে

বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে ডেঙ্গি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং চারজন ম্যালেরিয়ায় আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ রোগীর উপসর্গ হিসেবে জ্বর, মাথা ঘোরা ও বমির মতো লক্ষণ দেখা যাচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, জ্বরের প্রকোপ এখন অনেকটাই বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কম বেশি নতুন করে রোগী আসছেন। সেই কারণেই আমরা জ্বরের জন্য আলাদা ওয়ার্ড খুলেছি, যাতে রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষায় নতুন বিপদ, কালনায় ঘরে ঘরে রোগী...! তড়িঘড়ি বিশেষ ব্যবস্থা হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল