East Bardhaman News: দু’মাস ধরে দুর্ভোগ! হাঁটুজলে ডুবে হরিশপুর, সহ্যের সীমা পার গ্রামবাসীর, স্থায়ী সমাধানের দাবিতে এবার এককাট্টা সকলে

Last Updated:

প্রতিবছর বর্ষার মরশুম এলেই একইভাবে জল জমে যায় গ্রামে। একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে। কিন্তু আজও স্থায়ী কোনও সমাধান হয়নি।

+
জলমগ্ন

জলমগ্ন পূর্বস্থলী

পূর্ব বর্ধমান, পূর্বস্থলী: জমে থাকা জলেই আটকে জীবন। নিমদহ পঞ্চায়েতের হরিশপুরে বেহাল নিকাশি ব্যবস্থা। প্রায় দু’মাস ধরে জলমগ্ন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত হরিশপুর গ্রামের একাংশ। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে গ্রামের রাস্তাঘাট তো বটেই, কিছু ঘরের ভিতরেও জমে রয়েছে হাঁটুসমান জল! আর এই সমস্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ব্যাহত তাঁদের নিত্য জীবন। স্থানীয়দের কথায়, এই সমস্যাটি নতুন নয়।
প্রতিবছর বর্ষার মরশুম এলেই একইভাবে জল জমে যায় গ্রামে। একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে। কিন্তু আজও স্থায়ী কোনও সমাধান হয়নি। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামে ঢোকার মুখেই হাঁটুজল। এমনকি কিছু বাড়ির ভেতরে পর্যন্ত ঢুকে পড়েছে জমা জল।
আরও পড়ুনঃ একেই বলে ভালবাসা…! স্ত্রীর সুস্থতা কামনা, দন্ডি কেটে কাটোয়া থেকে কেদারনাথের পথে স্বামী
স্থানীয় বাসিন্দা ফুলমণি খাতুন বলেন, “প্রত্যেক বছর এই অবস্থা হয়। ছেলে মেয়েরা টিউশন যেতে পারে না। বাড়ির সামনে জল জমে যায়, আমাদের চরম অসুবিধা হয়। এবার আমরা স্থায়ী সমাধান চাইছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আরও পড়ুনঃ নদী বাঁধ ভাঙনে অবশেষে রাশ টানার উদ্যোগ, কাজ শুরু হল পূর্ব বর্ধমানের কিশোরীগঞ্জে
এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে নিমদহ পঞ্চায়েত প্রধান জানান, বিডিও অফিস থেকে লোক পাঠানো হয়েছিল। তাঁরা এলাকা ঘুরে দেখেছেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। সম্ভবত স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই জল নিকাশির কাজও শুরু হয়েছে। তবে গ্রামের মানুষের একটাই দাবি, সাময়িক নয়, চাই স্থায়ী সমাধান। প্রতিবছর একই সমস্যায় আর ভুগতে চান না তাঁরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দু’মাস ধরে দুর্ভোগ! হাঁটুজলে ডুবে হরিশপুর, সহ্যের সীমা পার গ্রামবাসীর, স্থায়ী সমাধানের দাবিতে এবার এককাট্টা সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement