নদী বাঁধ ভাঙনে অবশেষে রাশ টানার উদ্যোগ, কাজ শুরু হল পূর্ব বর্ধমানের কিশোরীগঞ্জে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
নদীবাঁধ ভাঙনে অবশেষে রাশ টানার উদ্যোগ, আশার আলো পূর্ব বর্ধমানের কিশোরীগঞ্জে।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী: নদীবাঁধ ভাঙনে অবশেষে রাশ টানার উদ্যোগ, আশার আলো পূর্ব বর্ধমানের কিশোরীগঞ্জে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ গ্রামের ভাগীরথী নদীর ধার বরাবর এখন কর্মচাঞ্চল্য। দীর্ঘদিনের আতঙ্ক নদীবাঁধ ভাঙনের বিরুদ্ধে অবশেষে শুরু হয়েছে প্রতিরোধমূলক কাজ। বর্ষা এলেই নদীর জলস্ফীতি এবং ভাঙনের আশঙ্কায় দিন কাটত এই গ্রামের বাসিন্দাদের। তবে এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে নদীভাঙন রোধের কাজ। এই প্রকল্পের তদারকিতে রয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
কিছুদিন আগেই এলাকা পরিদর্শন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁদের নির্দেশে দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে। নসরতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোমিন হোসেন মণ্ডল বলেন, “এই কাজের জন্য ২ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এটা অনেক দিনের সমস্যা ছিল, আশা করছি এবার সমস্যার সমাধান হবে। গ্রামের মানুষ অনেক উপকৃত হবে।”
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ বহুদিনের চাহিদা ছিল। তাঁদের চোখের সামনে বহু জমি, ঘরবাড়ি নদীতে চলে গেছে। তবে এখন সকলেই আশাবাদী, এবার মনে হয় পাড় অন্তত থাকবে, ভাঙন আর হবেনা। এটা শুধু একটা প্রকল্প নয়, গ্রামবাসীদের কাছে একটা স্বপ্ন। স্থানীয় বাসিন্দা সিদ্ধেশ্বর মণ্ডল বলেন, “আমরা অনেক আতঙ্ক থাকি। তবে এবার কাজ শুরু হয়েছে, এবার আমরা অনেক খুশি। আমাদের ভাঙন বন্ধ হলে অনেক উপকার হবে। আমরা এত খুশি এই কাজে তা বলে বোঝাতে পারবো না।”
advertisement
এই প্রকল্প কেবল নদীর গতি নিয়ন্ত্রণ করবে না, বরং এলাকার মানুষজনের ঘরবাড়ি, কৃষিজমি ও সামগ্রিক নিরাপত্তাও নিশ্চিত করবে। প্রশাসনের এই তৎপরতায় খুশি কিশোরীগঞ্জের মানুষজন। নদীভাঙনের মত প্রাকৃতিক দুর্যোগ রোধে এমন সংগঠিত ও দূরদর্শী পদক্ষেপই দিতে পারে বাস্তব স্বস্তি। নদীর পাড়ে এবার সত্যিই আলো দেখছে কিশোরীগঞ্জ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদী বাঁধ ভাঙনে অবশেষে রাশ টানার উদ্যোগ, কাজ শুরু হল পূর্ব বর্ধমানের কিশোরীগঞ্জে