TRENDING:

Kalna College: কালনা কলেজে অতীত-বর্তমানের মেলবন্ধন! আয়োজিত হল মন ভাল করা অনুষ্ঠান

Last Updated:

Kalna College: কালনা কলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত, কালনা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তাপস কুমার কার্ফা সহ বিশিষ্টজনেরা। এই অভিনব উদ্যোগ ঘিরে ছিল আনন্দের আমেজ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ কালনা কলেজের স্মার্ট ক্লাসরুমে প্রাক্তন ছাত্র সভা ২০২৫ অনুষ্ঠিত হল। বুধবার এই অনুষ্ঠান আয়োজিত হয়। গণিতের প্রথম ব্যাচ (১৯৭২) এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এদিনের সমস্ত অনুষ্ঠানের আয়োজনে ছিল কালনা কলেজের গণিত বিভাগ।
কালনা কলেজ
কালনা কলেজ
advertisement

প্রাক্তনীদের মধ্যে এক প্রাক্তনী এদিন বলেন, সকলকে একত্রিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। অনেক কষ্টে ফোন নম্বর জোগাড় করে তাঁদের একত্রিত করেছি। পাশাপাশি বর্তমান ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাই সাফল্যের মূল চাবিকাঠি। জীবনে এগোতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা সহ নানা বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেলেই মিলবে সফলতা।

advertisement

আরও পড়ুনঃ শরীরে সার নেই, মুখ থেকে বেরোচ্ছে গ্যাঁজলা! চুঁচুড়ায় একাকী বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ

এদিন কালনা কলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত, কালনা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তাপস কুমার কার্ফা সহ বিশিষ্টজনেরা। এই অভিনব উদ্যোগ ঘিরে ছিল আনন্দের আমেজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা জঙ্গলের মহাকাল সাফারির সময় পরিবর্তন! গাইড থেকে পর্যটক, সকলেই চিন্তিত
আরও দেখুন

সব মিলিয়ে, বুধবার কালনা কলেজে বেশ জমজমাট আয়োজন করা হয়েছিল। প্রাক্তন ছাত্র সভা ২০২৫ ঘিরে ছিল আনন্দের আবহ। এদিন গণিতের প্রথম ব্যাচ (১৯৭২) এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল এই কলেজের গণিত বিভাগ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna College: কালনা কলেজে অতীত-বর্তমানের মেলবন্ধন! আয়োজিত হল মন ভাল করা অনুষ্ঠান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল