প্রাক্তনীদের মধ্যে এক প্রাক্তনী এদিন বলেন, সকলকে একত্রিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। অনেক কষ্টে ফোন নম্বর জোগাড় করে তাঁদের একত্রিত করেছি। পাশাপাশি বর্তমান ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাই সাফল্যের মূল চাবিকাঠি। জীবনে এগোতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা সহ নানা বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেলেই মিলবে সফলতা।
advertisement
এদিন কালনা কলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত, কালনা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তাপস কুমার কার্ফা সহ বিশিষ্টজনেরা। এই অভিনব উদ্যোগ ঘিরে ছিল আনন্দের আমেজ।
সব মিলিয়ে, বুধবার কালনা কলেজে বেশ জমজমাট আয়োজন করা হয়েছিল। প্রাক্তন ছাত্র সভা ২০২৫ ঘিরে ছিল আনন্দের আবহ। এদিন গণিতের প্রথম ব্যাচ (১৯৭২) এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল এই কলেজের গণিত বিভাগ।
