আগামী ১৭ ডিসেম্বর কালনায় দ্বিতীয় বর্ষ বইমেলা শুরু হবে। বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। কালনা শহরের বিদ্যুৎ দফতরের কার্যালয়ের কাছে হিমঘরের মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এ ব্যাপারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। মেলা নিয়ে গতবার বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল।
এবার বইমেলা কমিটির সভাপতি করা হয়েছে কালনা পুরসভার কাউন্সিলর সুনীল চৌধুরীকে। উপদেষ্টা মণ্ডলীতে থাকছেন প্রাণি সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত-সহ কয়েকজন। আলোচনায় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশি করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় শিল্পীদের জন্য সময় বেঁধে দেওয়া হবে। এছাড়াও নামি শিল্পীরাও থাকবেন এই বইমেলায়।
advertisement
আরও পড়ুন : মাংসের গন্ধে হাজির পড়শির পোষা কুকুরকে দা দিয়ে কোপানো হল চা বাগানে
এবারের বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেলায় স্থানীয় কবি সাহিত্যিকদের জন্য আলাদা স্টল থাকবে। প্রতিটি স্টলের মাপ হবে ১০০ বর্গফুট। মাঠের একাংশ মঞ্চ হবে। সেখানে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলা প্রাঙ্গণে থাকছে খাবারের স্টলও।
আরও পড়ুন : অকালে মা অন্নপূর্ণার বোধন, অগ্রহায়ণ মাসে অন্নপূর্ণা পুজোয় মেতে উঠলেন গ্রামের বাসিন্দারা
জেট যুগে বাড়ছে মোবাইল নির্ভরতা। কমছে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ। অথচ বিশেষজ্ঞরা বলছেন, এক আধ ঘণ্টার জন্য বই পড়লে মনের যাবতীয় স্ট্রেস টেনশন দূর হয়। চঞ্চল মনকে নিমেষে শান্ত করতে বইয়ের জুড়ি নাই। বই মস্তিষ্কের বিকাশ ঘটায়। মনোসংযোগ বাড়ায়। তাই বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বিশেষভাবে প্রচার চালানো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।