Murshidabad News: অকালে মা অন্নপূর্ণার বোধন, অগ্রহায়ণ মাসে অন্নপূর্ণা পুজোয় মেতে উঠলেন গ্রামের বাসিন্দারা 

Last Updated:

দীর্ঘ দিনের রীতি মেনে শুক্রবার দুপুরে বড়ঞা গ্রামে মহা সাড়ম্বরে শুরু হল অন্নপূর্ণার পুজা। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর এই পুজো ৪৭ তম বর্ষে পদার্পন করলো। স্বাপ্নাদেশ পেয়ে বড়ঞা গ্রামের কৈলাশপতি সাহা এই মন্দির প্রতিষ্টা করে পুজোর সূচনা করেন। 

+
বড়ঞা

বড়ঞা গ্রামে চলছে অন্নপূর্ণার পুজো 

#মুর্শিদাবাদ: দীর্ঘ দিনের রীতি মেনে শুক্রবার দুপুরে বড়ঞা গ্রামে মহা সাড়ম্বরে শুরু হল মা অন্নপূর্ণার পুজা। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর এই পুজো ৪৭ তম বর্ষে পদার্পন করলো। স্বপ্নাদেশ পেয়ে বড়ঞা গ্রামের কৈলাশপতি সাহা এই মন্দির প্রতিষ্টা করে পুজোর সূচনা করেন। টানা চার দিন ধরে চলবে মা অন্নপূর্ণা দেবীর পুজো। পুজো ঘিরে আনন্দ ও উদ্দীপনার মধ্যে রয়েছেন গ্রামের মানুষ। পুজো ঘিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দশমীর দিন মহোৎসবেরও আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে।
অনেকেই বিশ্বাস করেন, অন্নপূর্ণা পুজো করলে জীবনে কখনও অন্নবস্ত্রের অভাব হয় না। কিন্তু পাশাপাশি এমন বিশ্বাসও আছে, কিছু কিছু নিয়ম মেনে এই পুজো করলে দেবী বেশি সন্তুষ্ট হন। তাতে দারিদ্র্য, অর্থকষ্ট কেটে যেতে পারে। অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ, দারিদ্র্য দূর করেন তিনিই তো মা অন্নপূর্ণা। দ্বিভুজা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, আর অন্য হাতে দর্বি বা হাতা। তাঁর মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি ও অন্যপাশে শ্রী। দেবী পার্বতীরই আরেক রূপ হল অন্নপূর্ণা। তাঁর অপর নাম অন্নদা। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন।
advertisement
advertisement
কথিত আছে পুরাণ মতে, দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধ হওয়ায় দেবী কৈলাস ত্যাগ করেন। তারপরই শুরু হয় মহামারি এবং খাদ্যের হাহাকার। ভক্তগণকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব নিজ কাঁধে তুলে নেন ভিক্ষার ঝুলি। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে। সেই সময় মহাদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। এরপর দেবাদিদেব কাশীতে গিয়ে দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারী এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অকালে মা অন্নপূর্ণার বোধন, অগ্রহায়ণ মাসে অন্নপূর্ণা পুজোয় মেতে উঠলেন গ্রামের বাসিন্দারা 
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement