পঞ্চায়েত ভোটের আগে দলের ঘরোয়া কোন্দলই মাথাব্যথা বঙ্গ বিজেপির,কড়া বার্তা ও দাওয়াই সুকান্ত-মিঠুনের
- Published by:Debalina Datta
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সুকান্তর বার্তা, 'কে টিকিট পেলেন আর কে পেলেন না, এ নিয়ে ঝামেলা করলে হবে না। যাঁরা বিজেপি ছেড়ে যাবেন না তাঁদেরই প্রার্থী করুন'। মিঠুন বললেন,' কুৎসা না করে নিজেদের নেতাকে সম্মান করুন। শৃঙ্খলা পরায়ন হন'।
#বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগে ঘরোয়া কোন্দলই বঙ্গ বিজেপির মাথাব্যথা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংগঠনিক বৈঠকে সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তীর একই সুরে বার্তা। একজোট হয়ে কাজ করতে না পারলে ক্ষমতা দখল দূর অস্ত। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এখনও ঘরোয়া কোন্দলই মাথাব্যথা পদ্ম ব্রিগেডের। শুক্রবার বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারকা নেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, এদিন সুকান্ত বলেন, 'নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারলে বিজেপি পশ্চিমবঙ্গে কোনও দিনও ক্ষমতায় আসতে পারবে না'।
একই সঙ্গে সুকান্ত মজুমদার এও বলেন, সাংসদ, বিধায়ক কেউই চিরস্থায়ী নন। সাংগঠনিক নেতারা অনেকেই সক্রিয় নন। কোন্দল-কাঁটা উপরাতে, বার্তা দেন মিঠুনও। বিজেপি সূত্রের খবর,' শুক্রবার সাংগঠনিক বৈঠকে মিঠুন বলেন,'একে অপরের দিকে আঙুল তোলা বন্ধ করুন। অন্যের ঘরের দিকে না তাকিয়ে আগে নিজেদের ঘর সামলান। দলে শৃঙ্খলার অভাব রয়েছে। কুৎসা না করে নিজেদের নেতাকে সম্মান করুন। নেতাকে সম্মান না করতে পারলে দল ছেড়ে দিন'।
advertisement
আরও পড়ুন - 'বাংলার রাজনীতিবিদদের এইভাবে কালিমালিপ্ত হতে আগে কেউ দেখেনি'- তৃণমূলকে খোঁচা দিয়ে বললেন সুকান্ত মজুমদারের
advertisement
সূত্রের খবর, দলের সংগঠন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সুকান্ত বলেন, পদে থাকলে কাজ করতে হবে।ঘরে বসে থাকা যাবে না।যাঁরা পারবেন না, তাঁরা জেলা সভাপতিকে জানিয়ে দেবেন।মণ্ডল সভাপতিরা কেমন কাজ করছেন সেই হিসেব রাখা হচ্ছে। পদ আঁকড়ে ধরে শুধু ঘুরে বেড়ালে চলবে না, সংগঠনে নজর দিতে হবে'। একুশের বিধানসভা ভোটের আগে টিকিট বিলি ঘিরে তীব্র সংঘাত বেঁধেছিল পদ্মের ঘরে। পঞ্চায়েতের আগে সুকান্তর আগাম বার্তা, 'কে টিকিট পেলেন আর কে পেলেন না, এ নিয়ে ঝামেলা করলে হবে না।যাঁরা বিজেপি ছেড়ে যাবেন না তাঁদেরই প্রার্থী করুন।বুথ কর্মীদের নাম পাঠাতে বলুন।সেখান থেকে প্রার্থী বাছাই করুন'।
advertisement
পাশাপাশি জেলার সাংগঠনিক নেতৃত্বদের চাঙ্গা করতে এদিন সুকান্তর দাওয়াই, 'ভয় পাবেন না।দল আপনার পাশে আছে।মার খেয়ে জেলে যাবেন না। মেরে যাবেন'। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কোনও গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। রাজনীতিতে সবাইকে এক হয়েই চলতে হয়। যে কোনও দলেই সাময়িকভাবে মনোমালিন্য হয়েই থাকে। তা থেকে বেরিয়ে আসাই সব রাজনৈতিক দলের কাছে চ্যালেঞ্জ'। সুকান্তর দাবি,' আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আমাদের দল নেতা ভিত্তিক দল নয়, নীতিভিত্তিক দল'।
advertisement
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 26, 2022 11:55 AM IST