মাংসের গন্ধে হাজির পড়শির পোষা কুকুরকে দা দিয়ে কোপানো হল চা বাগানে

Last Updated:

Jalpaiguri Pet Dog: বানারহাট ব্লকের লক্ষ্মীকান্তপুর চা বাগানের বাসিন্দা রমেশ ওঁরাও এর বাড়িতে শুক্রবার একটি অনুষ্ঠান ছিল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রকি চৌধুরী, জলপাইগুড়ি : পড়শির পোষা কুকুরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠল জলপাইগুড়ির বানারহাটে৷ জানা গিয়েছে বানারহাট ব্লকের লক্ষ্মীকান্তপুর চা বাগানের বাসিন্দা রমেশ ওঁরাও এর বাড়িতে শুক্রবার একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের জন্য বাড়ির পাশেই মাংস কাটা হচ্ছিল। এদিকে রমেশ ওঁরাও এর বাড়ির পাশেই সুবীর রায়ের বাড়ি। সেসময় সুবীর রায়ের পোষ্য কুকুর মাংসের গন্ধ পেয়ে সেখানে যায়। অভিযোগ রমেশ ওঁরাও,শিবরাজ খাড়িয়া মুন্ডা,সঞ্জয় মুন্ডা সেই কুকুরটিকে মারধর করে, এমনকি বড় দা দিয়ে কোপও বসিয়ে দেয়।
সুবীর রায়ের পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে তাঁর পোষা কুকুর রক্তাক্ত অবস্থায় কোনওমতে সেখান থেকে পালিয়ে রাস্তার ধারে পড়ে থাকে। এরপর স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে সুবীর রায়কে খবর দেয়। সুবীর রায় সেখান থেকে তাঁর পোষ্যটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং খবর দেন ধূপগুড়ির পশুপ্রেমী সংগঠনকে।
আরও পড়ুন - খোঁজ মিলল এসএসকেএম থেকে নিখোঁজ রোগীর, অপারেশনের আতঙ্কেই পালান, দাবি পরিবারের
পরবর্তীতে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা গিয়ে কুকুরটির প্রাথমিক চিকিৎসা করে। ঘটনায় শুক্রবার রাতে ধূপগুড়ি থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন সুবীর রায়। এদিকে পোষ্য কুকুরটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাংসের গন্ধে হাজির পড়শির পোষা কুকুরকে দা দিয়ে কোপানো হল চা বাগানে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement