গ্রামবাংলার বহু পুরনো খেলাধূলা আজ বিলুপ্তির পথে। এই সব খেলার নামই কখনও শোনেনি নতুন প্রজন্ম। শিশুর শৈশব ফেরাতে ও বাবা – মা’কে সচেতন করতে তাঁদের কালীপুজোর আকর্ষণীয় থিম ‘খেল-না’। দুর্গাপুরের বিগ বাজেটের কালীপুজোগুলির মধ্যে অন্যতম সানডে ক্লাবের পুজো। বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে। তাঁদের পুজো এবার ৪৩ তম বর্ষে পদার্পণ করছে। এবারে তাঁদের আকর্ষণীয় থিম দর্শনার্থীদের কাছে মনোমুগ্ধকর হয়ে উঠেছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। তাঁরা জানান, বর্তমান প্রজন্ম পৃথিবীর আলো দেখতেই হাতে মিলেছে স্মার্ট মোবাইল ফোন।
advertisement
বেড়ে উঠতেই ফোনে কার্টুন-সহ গেম নিয়ে মগ্ন থাকছে শিশু থেকে যুবকরা। হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব। বন্ধ হয়ে যাচ্ছে খেলাধূলা। শুধু তাই নয় পড়াশোনার প্রতিযোগিতায় মাঠেঘাটে খেলাধূলা করতে আর দেখা যায়না বাচ্চাদের। গুটিকয়েক ছেলে-ছোকরাদের কেবল ফুটবল, ক্রিকেট খেলতে দেখা যায়। নতুন প্রজন্ম ফুটবল, ক্রিকেট তাও আবার মোবাইল ফোনে খেলছে। তবে এই ক্রিকেট ফুটবলের মতো খেলা ছাড়াও শরীরিক সহ মানসিকভাবে সুস্থ থাকতে যে আরও অনেক রকম খেলাধূলা রয়েছে তা তাদের একেবারেই অজানা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা কানামাছি, বাগবন্দী, এক্কা-দোক্কা, ল্যাংচা, ডাংগুলি ও কিতকিত সহ বহু খেলার নামই জানেনা। ওই সমস্ত খেলাধূলার কী স্বাদ তাও তারা জানেনা। পুজোর এই থিম বড়দের কাছেও বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে এসে শৈশবের স্মৃতিচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন দর্শনার্থীরা।