যাদবপুর থানা এলাকার বাসিন্দা সেই নির্যাতিতা। সূত্রের খবর, তাঁর সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত এক যুবকের। কালীপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার নাম করে ১ নভেম্বর অভিযুক্ত যুবকের সঙ্গে গড়িয়া স্টেশন চত্বরে সাক্ষাৎ হয় সেই যুবতীর। সেখান থেকে ঢালুয়া এলাকায় একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। নির্যাতিতার অভিযোগ, পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে বেঁহুশ করা হয়। পরে তাঁকে পরিবারের লোক উদ্ধার করে এম.আর বাঙুর হাসপাতালে ভর্তি করেন।
advertisement
আরও পড়ুন- কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘটনায় ৩ তারিখে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সিএসপি ফয়সেল বিন আহমেদ।
অর্পণ মণ্ডল
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Woman Assaulted in Narendrapur: কালীপুজোয় ঠাকুর দেখানোর নাম করে গণধর্ষণ! পানীয়ে কিছু মেশানো ছিল, অভিযোগ যুবতীর!