TRENDING:

Kali Puja 2025: বিশাল প্রতিমা, বাজেট ৫ লক্ষ টাকা! এবার পুরুলিয়ার 'এই' কালীপুজো মুখিয়ে দর্শনার্থীরা

Last Updated:

প্রায় পাঁচ লক্ষ টাকার বাজেটে আয়োজিত এই পুজো শুধুমাত্র পলাশকোলা গ্রামেই নয়, গোটা পুরুলিয়া জেলার অন্যতম বড় ও শ্রদ্ধেয় কালীপুজো হিসেবে পরিচিতি পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় ও বিগ বাজেটের কালীপুজোগুলোর মধ্যে একটি হল আদ্রার পলাশকোলার বড় কালীপুজো। প্রায় ৫৬ বছরের গৌরবময় ঐতিহ্য বহন করে চলা এই পুজো প্রতিবছরই ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
advertisement

এবারের পুজোর মূল আকর্ষণ হচ্ছে ১৩ ফুট উচ্চতার বিশালাকৃতি কালী প্রতিমা, যা দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়ায় এখন গড়ে উঠছে রাতদিন এক করে। অন্যদিকে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতিও। প্রায় পাঁচ লক্ষ টাকার বাজেটে আয়োজিত এই পুজো শুধুমাত্র পলাশকোলা গ্রামেই নয়, গোটা পুরুলিয়া জেলার অন্যতম বড় ও শ্রদ্ধেয় কালীপুজো হিসেবে পরিচিতি পেয়েছে।

advertisement

আরও পড়ুন: দীপাবলি স্পেশ্যাল পোড়ামাটির আকর্ষণীয় আইটেমস! দেখলেই কিনতে ইচ্ছে করবে, জানুন কত পড়ছে দাম

View More

পুরুলিয়ার ওই পুজো কমিটির সদস্যরা জানান, “এই পুজোয় বিশালাকৃতি দেবী প্রতিমার পাশাপাশি আরেকটি বিশেষ আকর্ষণ হল প্রসাদ বিতরণ। প্রায় পাঁচ হাজার এলাকার বাসিন্দা ও ভক্তের মধ্যে মায়ের প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় খিচুড়ি। এই ঐতিহ্য এলাকাবাসী ও দর্শনার্থীদের মধ্যে এক অনন্য সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। শুধু এ বছর নয়, প্রতি বছরই পূজো কমিটির উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধান জমিতে পোকার উৎপাত! নষ্ট হচ্ছে ফসল! কীভাবে মিলবে রেহাই? জানুন সহজ উপায়
আরও দেখুন

এখন থেকেই পলাশকোলা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পুজো কমিটির সদস্য থেকে শুরু করে এলাকার যুবক, সকলের মধ্যেই দেখা দিয়েছে উৎসাহ ও আনন্দের ঢেউ। আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। চারদিকে যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে সমগ্র এলাকা। ঐতিহ্য, উৎসবের আবহ এবং জনসমাগমে এবারও পলাশকোলার বড় কালীপুজো জেলায় বিশেষ স্থান অধিকার করতে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বিশাল প্রতিমা, বাজেট ৫ লক্ষ টাকা! এবার পুরুলিয়ার 'এই' কালীপুজো মুখিয়ে দর্শনার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল