TRENDING:

Kali Puja 2025 : মোবাইল ছাড়া একমুহূর্ত থাকতে চাইছে না ছেলেমেয়ে? কত বড় ক্ষতি হচ্ছে জানেন? বুঝতে পারবেন এখানে গেলেই

Last Updated:

Kali Puja 2025 : অভিনব থিমের বার্তা নিয়ে কালীপুজো করছে পুরুলিয়া শহরের লেক ল্যান্ড ক্লাব। ছোটদের স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে এই মণ্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া,  শর্মিষ্ঠা ব্যানার্জি : শ্যামার আরাধনায় মাতোয়ারা গোটা বঙ্গ। চারিদিকে উৎসবের মেজাজ। জেলা পুরুলিয়ার বিভিন্ন প্রান্তেই সর্বজনীন কালীপুজো হয়ে থাকে। তার মধ্যে এক অভিনব থিমের বার্তা নিয়ে কালীপুজো করছে পুরুলিয়া শহরের লেক ল্যান্ড ক্লাব। যা রীতিমত সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। এ-বছর তাদের থিম মোবাইল ফোন থেকে শিশুদের দুরে রেখে পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহ তৈরি করা ও শিশুদের মাঠে ফেরার বার্তা।
advertisement

বর্তমানে মুঠোফোনে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব। খেলার মাঠের প্রতি আগ্রহ কমছে শিশুদের। সকলেই মোবাইল গেম ও ভার্চুয়াল জগতে ব্যস্ত। এতে ধীরে, ধীরে অন্ধকারের মধ্যে প্রবেশ করছে শিশুদের শৈশব। মোবাইল ফোন শিশুদের জন্য কতখানি ক্ষতিকর, তার বিভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। এছাড়াও পুরনো দিনের বিভিন্ন খেলার ছবিও ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে।

advertisement

আরও পড়ুন : কালী পুজোয় রাস্তায় বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পিষে দিল বাস! আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা, মৃত্যু ছাত্রীর

বর্তমান দিনে এই মন্ডপের থিম খুবই প্রাসঙ্গিক বলে মনে করছেন দর্শনার্থীরা। আর তাতেই এই মুখ পুজো মণ্ডপে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। এ বিষয়ে লেক ল্যান্ড ক্লাবের সদস্য প্রসেনজিৎ রায় বলেন, ১৬ তম বর্ষে পদার্পণ করেছে তাদের এ-বছরের পুজো।  তাদের পুজোর থিম সকলের মনেই দাগ কেটেছে। মানুষের বিরাট সাড়া পেয়েছেন তারা। শিশুরা যাতে আবার আগের মত শৈশবের আনন্দ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই তাদের এই পুজো মণ্ডপ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

এ বিষয়ে মণ্ডপে আসা দর্শনার্থীরা বলেন,  যেভাবে বিভিন্ন চিত্রকলার মাধ্যমে পুরনো দিনের খেলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে, তা দেখে তাদের খুবই ভাল লাগছে। এই ছবি দেখে একেবারে শৈশবে ফিরে যেতে পারছেন তারা। ক্লাব কর্তৃপক্ষ খুবই প্রাসঙ্গিক একটি থিম ফুটিয়ে তুলেছেন কালীপুজোর এই মণ্ডপে। মোবাইলে আসক্ত হয়ে শিশুরা শৈশবের আনন্দ ভুলে যাচ্ছে। তাই ক্লাব কর্তৃপক্ষের এই প্রচেষ্টা খুবই প্রশংসনীয়। মণ্ডপেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : মোবাইল ছাড়া একমুহূর্ত থাকতে চাইছে না ছেলেমেয়ে? কত বড় ক্ষতি হচ্ছে জানেন? বুঝতে পারবেন এখানে গেলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল