বর্তমানে মুঠোফোনে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব। খেলার মাঠের প্রতি আগ্রহ কমছে শিশুদের। সকলেই মোবাইল গেম ও ভার্চুয়াল জগতে ব্যস্ত। এতে ধীরে, ধীরে অন্ধকারের মধ্যে প্রবেশ করছে শিশুদের শৈশব। মোবাইল ফোন শিশুদের জন্য কতখানি ক্ষতিকর, তার বিভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। এছাড়াও পুরনো দিনের বিভিন্ন খেলার ছবিও ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে।
advertisement
আরও পড়ুন : কালী পুজোয় রাস্তায় বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পিষে দিল বাস! আর দেওয়া হল না মাধ্যমিক পরীক্ষা, মৃত্যু ছাত্রীর
বর্তমান দিনে এই মন্ডপের থিম খুবই প্রাসঙ্গিক বলে মনে করছেন দর্শনার্থীরা। আর তাতেই এই মুখ পুজো মণ্ডপে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। এ বিষয়ে লেক ল্যান্ড ক্লাবের সদস্য প্রসেনজিৎ রায় বলেন, ১৬ তম বর্ষে পদার্পণ করেছে তাদের এ-বছরের পুজো। তাদের পুজোর থিম সকলের মনেই দাগ কেটেছে। মানুষের বিরাট সাড়া পেয়েছেন তারা। শিশুরা যাতে আবার আগের মত শৈশবের আনন্দ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই তাদের এই পুজো মণ্ডপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মণ্ডপে আসা দর্শনার্থীরা বলেন, যেভাবে বিভিন্ন চিত্রকলার মাধ্যমে পুরনো দিনের খেলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে, তা দেখে তাদের খুবই ভাল লাগছে। এই ছবি দেখে একেবারে শৈশবে ফিরে যেতে পারছেন তারা। ক্লাব কর্তৃপক্ষ খুবই প্রাসঙ্গিক একটি থিম ফুটিয়ে তুলেছেন কালীপুজোর এই মণ্ডপে। মোবাইলে আসক্ত হয়ে শিশুরা শৈশবের আনন্দ ভুলে যাচ্ছে। তাই ক্লাব কর্তৃপক্ষের এই প্রচেষ্টা খুবই প্রশংসনীয়। মণ্ডপেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।