TRENDING:

Kali Puja 2025 : এই 'বিশেষ পোষাক' পরলে চোখের সামনে হাজির হবেন মহাকালী, দেবীকে মনে হবে জীবন্ত! কী দিয়ে তৈরি হল জানেন?

Last Updated:

Kali Puja 2025 : ফেলে দেওয়া জিনিস অমন এক অভিনব পোষাক তৈরি করেছেন গুসকরার শিক্ষক, যা দেখলে মনে হবে যেন জীবন্ত কালী! এক ঝলক দেখলেই অবাক হয়ে যাবেন সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: এ যেন একেবারে জীবন্ত কালী! এক ঝলক দেখলেই অবাক হয়ে যাবেন সকলেই। এবারে কালীপুজোয় এমনই এক অভিনব ধারণা নিয়ে হাজির হয়েছেন শিক্ষক তপন দাস। গুসকরার শিরীষতলার বাসিন্দা এবং রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক তিনি। তাঁর তৈরি কালী মূর্তিটি কোনও সাধারণ প্রতিমা নয়, এটি এমনভাবে তৈরি, যা পরিধান করলে কেউ নিজেই হয়ে উঠবেন জীবন্ত কালী!
advertisement

খাঁড়া হাতে কালীরূপের এই দৃশ্য কিছুটা ভয়াবহও বটে। মূর্তিটি তৈরি হয়েছে ফেলে দেওয়া জিনিস থেকে। যেমন ঔষধের খালি প্যাকেট, জামা কাপড়ের কাগজের বক্স এবং নানা ধরণের বর্জ্য উপকরণে। সাত ফুট উচ্চতার এই কালী মূর্তি তৈরি করতে সময় লেগেছে ২২ দিন। প্রতিদিন রাত ১টা পর্যন্ত নিজে অক্লান্ত পরিশ্রম করে তপনবাবু কাজটি শেষ করেছেন। ওষুধের খালি প্যাকেটগুলি প্রায় দু’বছর ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন : বাংলায় বসেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন! টাকা খরচ করে আর ভিনরাজ্যে ছুটতে হবে না, আসানসোলবাসীর জন্য দারুণ চমক

এই শিল্পকর্মে স্কুলের সহকর্মীরাও তাঁকে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। প্রদর্শনীর জন্য মূর্তিটি সাজানো হবে গুসকরা শিরীষতলা বয়েজ ক্লাবে, যেখানে দর্শকরা নতুন এই অভিনব কল্পনার সাক্ষী হবেন। শিক্ষক তপন দাস জানিয়েছেন, আশা করি এটা প্রত্যেকের নজর কাড়বে, আর আগামী দিনেও আমি এইধরনের আরও নতুন নতুন জিনিস তৈরির চেষ্টা করব।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের আঁধারে পুজো, ভোরের আগেই বিসর্জন! কেন দিনের আলো দেখেন না মা কালী
আরও দেখুন

শিক্ষক তপনবাবুর এই কাজ শুধু কালীপুজোর আনন্দ বাড়ায়নি, পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়েছে, কারণ ফেলে দেওয়া জিনিসকেই শিল্পকর্মে রূপ দিয়েছেন তিনি। এ ধরনের সৃজনশীল উদ্যোগ জেলায় একেবারেই প্রথম। এলাকার মানুষ এবং পুজোপ্রেমীরা ইতিমধ্যেই এই জীবন্ত কালী মূর্তির প্রশংসায় মুখর। আশা করা যায় দর্শনার্থীরাও কালী মূর্তির এই দৃশ্য দেখে অনেকটাই আনন্দিত হবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : এই 'বিশেষ পোষাক' পরলে চোখের সামনে হাজির হবেন মহাকালী, দেবীকে মনে হবে জীবন্ত! কী দিয়ে তৈরি হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল