দুর্গাপুরে যেমন বিগ বাজেটের দুর্গা পুজোর নজরকাড়া থিম হয়, তেমনই কালী পুজোর থিমও মুগ্ধ করে দর্শনার্থীদের। তবে শিল্পাঞ্চলে কালী পুজোর ভুতুড়ে থিম বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে৷ ভুতুড়ে থিম দেখতে দর্শনার্থীরা মণ্ডপের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। এবারও দুর্গাপুরে বেশ কয়েকটি পুজো কমিটি ভুতুড়ে থিমের মণ্ডপ করেছে। যেমন দুর্গাপুর চয়ন মাঠে ভাতৃ সংঙ্ঘ ক্লাবের থিম হয়েছে ” ডেড হাউস “। ভয়ানক থিম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। পাশাপাশি আশিষ মার্কেট কমিটির থিম হয়েছে “জ্যান্ত নরক”। অন্য দিকে দুর্গাপুর ইস্পাত অ্যাথলেটিক্স ক্লাবের পুজো কমিটির এবারের থিম ” হন্টেন্ট হাউস”। ভুতুড়ে বাড়ির মণ্ডপ ও জ্যান্ত ভূত সহ উগ্রমূর্তি মা কালীর প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
advertisement
আরও পড়ুন : মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তুলাইপাঞ্জি, চিনি আতপ! মূল্যবৃদ্ধির আসল ‘ভিলেন’ কী আবহাওয়া?
অপরদিকে, জঙ্গল মহল ক্লাব পরিচালিত কুড়ুরিয়া ডাঙা সর্বজনীন কালী পুজো কমিটির থিম হয়েছে “ভূতের জঙ্গল রাজ”। প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা জঙ্গলকে ব্যবহার করেই ওই রোমহর্ষক থিম গড়ে উঠেছে৷ গুরুনানক এলাকায় কালী পুজোর ভয়ানক থিম হয়েছে ” পরিত্যক্ত গীর্জা। পাশাপাশি, দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের নিউটন ইয়ংস ক্লাবের কালী পুজোয় এবারের থিম ঝাড়খণ্ডের জৈন মন্দির। তাঁদের এই বছর স্বর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল মণ্ডপের পাশাপাশি তৈরি করা হয়েছে আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের ব্রিটিশ ঔপনিবেশিক কারাগার ‘কালাপানি জেল’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্রিটিশ শাসনে ওই জেলে বহু স্বাধীনতা সংগ্রামীকে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল। যা ওই মণ্ডপ চত্বরে গড়ে ওঠা কালাপানি জেলে নাট্য অভিনয় করে দেখাচ্ছেন একাধিক শিল্পীরা। আমরা ক’জন বয়েজ ক্লাবের এবারে থিম” এক টুকরো রাজস্থান”। দয়ানন্দ কালচারাল সোসাইটির থিম ” কলকাতার এক রাজবাড়ী”। দুর্গাপুর ক্লাব অ্যাম্বিশন রাজস্থানের “আমের ফোর্ট” এর আদলে মণ্ডপ গড়ে তুলছেন । মণ্ডপের সাথে মানানসই রাজস্থানী সাজে কালী প্রতিমা করেছে ওই কমিটি৷ বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মত এই বছরও ৩০ ফুটের চামুণ্ডা কালী তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়েছে৷ পাশাপাশি আর্যভট্টের নাইট অ্যাঙ্গেল ক্লাবও এবার ৩০ ফুটের বিশাল কালী প্রতিমা করে তাক লাগিয়েছে দর্শনার্থীদের।





