দুর্গাপুজোর পাশাপাশি সারা বাংলায় জাঁকজমক কালী পুজোর আয়োজন হয়। হাওড়া জেলার প্রায় সর্বত্র মা কালীর আরাধনা হলেও বাগনান ডোমজুড় জগৎবল্লভপুর-সহ হাওড়ার বিভিন্ন প্রান্তে জাঁকজমক করে পুজোর আয়োজন হয়, সেই মতো কালী পুজোয় নানা থিম। গত কয়েক বছরে আরও আকর্ষণীয় থিম মণ্ডপে মণ্ডপে।
আরও পড়ুন: বাংলার দুই স্কুল দেশের সেরা ৩০ স্কুলের তালিকায় নাম তুলল, নাম জানলে গর্ব হবে!
advertisement
ডোমজুড় আমরা নতুন এর পুজো এবার আরও আকর্ষণীয়। পাঁচ দশক আগে একপ্রকার খেলার ছলে গুটি কয়েকজন মানুষ ঐক্যবদ্ধ হয়ে শক্তির আরাধনায় মেতে ছিলেন। তারপর নতুন প্রজন্ম শামিল হয় এই পুজোয়, সে সময় যারা যুবক আজকে তারা প্রবীণ। এখানে নবীন প্রবীণ এক হয়ে আরও সাড়ম্বরে মাতৃ আরাধনা মেতে ওঠে।
কয়েকদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পুজোকে কেন্দ্র করে। বিস্তীর্ণ এলাকার মানুষ তাকিয়ে থাকে পুজোর দিকে। ডোমজুড় ‘আমরা নতুন’-এর কালীপুজো মানে মহাসমারহে অন্নকুট। পাশাপাশি বস্ত্র বিতরণ-সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।