TRENDING:

Kali Puja 2025 : শুধু নৈহাটি নয়, মন্দিরবাজারেও রয়েছেন 'বড়মা'! দেখতে হবে ঘাড় উঁচিয়ে, স্বাধীনতার আগে থেকেই হয় 'বিশাল' আয়োজন

Last Updated:

Kali Puja 2025 : ইংরেজ আমলের শেষের দিকে শুরু হওয়া দয়রামপুরের কালীপুজো ঘিরে এখনও সাধারণ মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে। যদিও আগের থেকে কমানো হয়েছে প্রতিমার উচ্চতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ইংরেজ আমলের শেষের দিকে শুরু হওয়া দয়রামপুরের কালীপুজো ঘিরে এখনও সাধারণ মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগের থেকে এখন এই পুজোর জৌলুস বেড়েছে। তৈরি হয়েছে স্থায়ী মন্দির। সালটা ১৩৫২ বঙ্গাব্দ অর্থাৎ ১৯৪৫ সাল দেশে তখনও চলছে ব্রিটিশ রাজ। স্থানীয়রা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন তাঁরা কালীপুজো করবেন।
advertisement

শুরু হল মাটির প্রতিমা গড়ে ধুমধাম করে পুজো করার কাজ। এই প্রতিমাটির উচ্চতা তখন ছিল ১৬ হাত, চলত নিরঞ্জন পর্বও। কিন্তু পরবর্তী সময়ে বিদ্যুতের তার, টেলিফোনের তার পাতায় এই প্রতিমাকে বিসর্জন দেওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এর পর এখানে কমানো হয় উচ্চতা। বর্তমানে এখানে কালি প্রতিমার উচ্চতা ১৪ হাত(৬৫ ফুট)। বর্তমানে প্রতিমার জন্য স্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : মাত্র ১৫০ টাকায় সুরক্ষিত করুন সন্তানের ভবিষ্যত! ছেলেমেয়ে সঞ্চয় করা শিখবে হাতকলমে! রইল মজাদার উপায়ের খোঁজ

এখন সেখানে রয়েছে স্থায়ী কালী মূর্তি। একসময় গ্রামে কোন বড় উৎসব পালন করা হত না। দুর্গাপুজো করার রেওয়াজ ছিল না। প্রতিমা দর্শন করতে গ্রামবাসীদের কয়েক কিলোমিটার দূরের গ্রামে যেতে হত। সে সময় গ্রামের মানুষজন গ্রামেই কালীপুজো উপলক্ষ্যে আনন্দ উৎসবে মাততেন। বর্তমানে কালীপুজোর রাতে এখানে প্রচুর পরিমাণে পূণ্যার্থী আসেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ এখানে ভিড় করেন‌। প্রতি বছর কালীপুজোর আগে প্রতিমার গায়ে নতুন করে রঙের প্রলেপ লাগানো হয়, পড়ানো হয় অলংকার। এখানে খুব ধুমধাম করে পুজো হয়। থাকে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা। এবছরও তার কোন ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্য যাদব পুরকাইত ও অন্য সদস্যরা। এবছরও সবাইকে এই প্রতিমা দর্শনের আবেদন জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : শুধু নৈহাটি নয়, মন্দিরবাজারেও রয়েছেন 'বড়মা'! দেখতে হবে ঘাড় উঁচিয়ে, স্বাধীনতার আগে থেকেই হয় 'বিশাল' আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল