বিয়ার, ভদকা, রাম, হুইস্কি...! মিলছিল হস্টেলের ঘরেই! কোন মেডিক্যাল কলেজে জানেন?
- Reported by:Saradindu Ghosh
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Alchohol in Medical College: রীতিমতো হস্টেলের ঘরে বিক্রি হচ্ছে মদ। বিয়ার, ভদকা, রাম, হুইস্কি, কী নেই। যা চাইবেন মিলছে তাই। পেমেন্ট করা যাচ্ছে কিউ আর কোডে। ক্রেতা কারা জানেন? শুনলে অবাক হবেন।
রীতিমতো হস্টেলের ঘরে বিক্রি হচ্ছে মদ। বিয়ার, ভদকা, রাম, হুইস্কি, কী নেই। যা চাইবেন মিলছে তাই। পেমেন্ট করা যাচ্ছে কিউ আর কোডে। ক্রেতা কারা জানেন? শুনলে অবাক হবেন। ক্রেতা বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। অভিযোগ এমনটাই। সেই অভিযোগ তুলে সরব হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ।
advertisement
advertisement
বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ পত্রের সঙ্গে কিছু স্টিল ছবি ও ভিডিও ক্লিপ জমা দিয়েছে পড়ুয়াদের একাংশ। সেসব ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে, থার্মোকলের পেটিতে বরফে ডোবানো মদের বোতল। তা রাখা রয়েছে হস্টেলের ঘরে চৌকির তলায়। মদ বিক্রেতা নিজে হাজির কিউ আর কোড নিয়ে। তাতেই নেওয়া হচ্ছে পেমেন্ট। এক এক করে পড়ুয়ারা পছন্দের মদ কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
সেই ছবি ভিডিও বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয় পড়ুয়াদের একাংশ। তাদের দাবি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেই বিষয়ে আজ বৈঠকে বসে কলেজ কাউন্সিল। তবে তারা এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। গোটা বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। এখন স্বাস্থ্য ভবন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
advertisement
advertisement








