TRENDING:

Kali Puja 2025 : রাজস্থান যেতে হবে না, এবার শিসমহল দেখুন ঘরের কাছে! কালীপুজোয় আপনার জন্য বড় চমক রয়েছে এই ক্লাবে

Last Updated:

Kali Puja 2025 : আসানসোলের এই জায়গায় আপনি পাবেন মরু শহরের সেই শিসমহল। যে শিসমহলের সঙ্গে অনেক ঐতিহ্য জড়িত রয়েছে। তা এবার চাক্ষুষ করার সুযোগ আসানসোলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা : মরু শহরে যেতে কার না ইচ্ছা জাগে। তবে অনেক সময় যাওয়া হয়ে উঠে না। সে অফিসে কাজের চাপে হোক বা পরিবারের অন্যান্য কারণে ব্যস্ততার জন্য হোক। তবে মরু শহরে না গেলেও এবার বাংলার এই জেলায় পাওয়া যাবে মরু শহরের ছোঁয়া। চলে যান এই জায়গায়। মন ভাল হয়ে যাবে এখানে।
advertisement

আসানসোলের এই জায়গায় আপনি পাবেন মরু শহরের সেই শিশ মহল। যে শিসমহল অনেক নামকরা ও ঐতিহ্য জড়িত রয়েছে। রাজস্থানের শিস মহল দেখতে রাজ্য তথা দেশের বাইরেও বহু মানুষ আসেন। তবে আপনাকে এবার কষ্ট করে রাজস্থান যেতে হবে না। এবার শিশ মহল দেখতে পাবেন আসানসোলের এই জায়গায়।

আরও পড়ুন : দায়িত্ব নিয়েছিলেন জমিদার, কিন্তু কালীর পুজো হত ডাকাতদের নিয়মে! আজও প্রথা ভাঙার সাহস হয়নি

advertisement

পুজো কমিটির অন্যতম সদস্য মনোরঞ্জন ব্যানার্জী বলেন, প্রয়াত বিশিষ্ট সমাজসেবী মানিক উপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন। ২০১০ সালে মানিকবাবু মারা যাওয়ার পর তার ছেলে বিধান উপাধ্যায় এই পুজো দেখাশোনা করেন ও তাঁর তত্ত্বাবধানে রয়েছে। এ বছরে তাদের পুজো ৩৬ তম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় ৩০ লক্ষ টাকার কাছাকাছি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের বাজারে দাপট দেখাচ্ছে মাটির প্রদীপ! এবার কী ক্রমশ ফিকে হচ্ছে চিনা লাইট?
আরও দেখুন

এবারে আসানসোলে সাধারণ মানুষদের জন্য একটি বিশেষ চমক নিয়ে এসেছে এই পুজো কমিটি। সুদূর রাজস্থানের বিখ্যাত শিশ মহলকে একদম হাতের কাছে নিয়ে এসেছে। মেদিনীপুর থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে সমগ্র মণ্ডপটি ফুটিয়ে তোলা হচ্ছে। উপকরণে লাগছে বাঁশ প্লাইয়ের সঙ্গে ছোট ছোট কাঁচ, প্লাই পিচবোর্ড। পাশাপাশি প্রতিমা ডাকের সাজ এবং বিভিন্ন অলংকারে সাজানো হয়। পুজোর পরে এলাকার প্রায় দশ হাজার মানুষকে খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : রাজস্থান যেতে হবে না, এবার শিসমহল দেখুন ঘরের কাছে! কালীপুজোয় আপনার জন্য বড় চমক রয়েছে এই ক্লাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল