আরও পড়ুন: মন খারাপ অশোকনগরের, চাইলেও আর মিলবে না ‘মুকুন্দ দা’র ফাউ ফুচকা
এবার সীমান্ত শহর বসিরহাটের ২৩ নং ওয়ার্ডের ধলতিথায় গড়ে ওঠা এই এক টুকরো দক্ষিণেশ্বরের স্বাদ কিছুটা হলেও আপনার পূরণ হবে> বসিরহাটের ধলতিথা উত্তরাটি ঠাকুরতলায় নির্মিত কালি মন্দিরটি সেজে উঠেছে। একই আদল, একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে বুঝি দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন। বসিরহাট শহরের ২৩ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে।
advertisement
আরও পড়ুন: লুট হয়ে গেল খিচুড়ি, শ্যামসুন্দরের “বিরাট ভোগ”-এ খড়দহে ভক্তদের ঢল
উল্লেখ্য কয়েক বছর আগে এলাকাবাসী ও বিধায়কের উদ্যোগে এই মন্দির দক্ষিণেশ্বরের মডেলে সংস্করণ করা হয়। দেখতে কোলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের মত হলেও আকারে অত বড় নয়। স্থানীয়দের যৌথ সহায়তায় নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে বসিরহাটে গড়ে ওঠা এই দক্ষিণেশ্বরের আদলে গড়ে ওঠা মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত।
জুলফিকার মোল্যা