TRENDING:

Bangla News|| দৈত্যের মতো ধেয়ে এল ভয়ঙ্কর কালবৈশাখী! মুহুর্মুহু পড়ল বাজ! তারপর যা হল...! ভয়াবহ

Last Updated:

Kalbaishakhi: গরমে নাজেহাল মুর্শিদাবাদ। তবে বুধবার বিকালের পর থেকেই কালবৈশাখীর তান্ডব দেখা দিল মুর্শিদাবাদে। বজ্রপাতে মৃত্যু হয়েছে ২ জনের, গাছে আগুন ধরে যায় বাজ পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ তীব্র তাপপ্রবাহে জেরে নাজেহাল বঙ্গবাসী। মুর্শিদাবাদ জেলাতেও গরমে নাজেহাল, তবে বুধবার বিকালের পর থেকেই কালবৈশাখির তান্ডব দেখা দিল মুর্শিদাবাদে। বজ্রপাতে মৃত্যু হল দুই জনের, পাশাপাশি বজ্রপাতের জেরে গাছে ধরে গেল আগুন।
কালবৈশাখী
কালবৈশাখী
advertisement

মুর্শিদাবাদের খড়গ্রাম ও সুতিতে এ দিন বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন এরমান সেখ। রাস্তাতেই শুরু হয় তুমুল ঝড়। মুহুর্মুহু বজ্রপাত হচ্ছিল। মাঝরাস্তাতেই বজ্রাঘাতে, লুটিয়ে পড়েন খড়গ্রাম থানার নগর কুরাপাড়ার বাসিন্দা এরমান (৩৫)। জানা গিয়েছে, বুধবার বিকেলে আকাশে মেঘ দেখে মাঠে যান এরমান। সঙ্গে  আরও তিন বন্ধু ছিলেন। ফেরার পথে রাস্তায় একটু পিছিয়ে পড়েন। সেই সময়েই বাজ পড়ে, বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

advertisement

আরও পড়ুনঃ কাছে টেনে জড়িয়ে নিলেন শোভন, বৈশাখীকে কী কী উপহারে ভরিয়ে দিলেন? জানলে হকচকিয়ে যাবেন

View More

এরমান শেখের বাড়িতে দুই নাবালিকা কন্যা ও স্ত্রী রয়েছেন। মৃত এরমানই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নগরের কুরাপাড়া এলাকায়, বাক্যহারা পরিবার। স্ত্রী শোকে পাথর হয়ে গিয়েছেন।

advertisement

অন্যদিকে, সুতি থানার অন্তর্গত বহগলপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬৯ বছরের এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম একরম আলী। প্রতিদিনের মতো জমিতে কাজ করতে গিয়েছিলেন, বুধবার বিকালে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর।

এ দিন বজ্রপাতের জেরে তাল গাছে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর অঞ্চলের ক্রান্তার মোর গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বজ্রপাতে তাল গাছে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে তাল গাছ। সামান্য ঝড় বৃষ্টি হওয়ায় গরম থেকে একটু স্বস্তি পেয়েছে মানুষ। তবে গাছে আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণেই আগুন নিয়ন্ত্রণে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| দৈত্যের মতো ধেয়ে এল ভয়ঙ্কর কালবৈশাখী! মুহুর্মুহু পড়ল বাজ! তারপর যা হল...! ভয়াবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল