TRENDING:

১০০ ডাইনোসর ও ড্রাগন! ইভানের শিল্পের দুনিয়ায় ওরাই সত্যি

Last Updated:

ইভান অন্য আর পাঁচটা শিশুর থেকে অনেক উন্নত চিন্তার অধিকারী বলে প্রথমেই ধরে ফেলেন তার অঙ্কন শিক্ষক দেবরাজ বেরা‌। তিনি তাকে আঁকার উপর স্পেশালাইজেশন করতে বলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: উন্নত হচ্ছে ভারত-চিন সম্পর্ক। আর তার মাঝেই উঠে এল কাকদ্বীপের ইভান মাইতির ড্রাগন প্রেমের কথা। ইভান ড্রাগন ও ডাইনোসর এঁকে সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
শিশু শিল্পী ইভান
শিশু শিল্পী ইভান
advertisement

ছোট থেকেই ইভান ডাইনোসর ও ড্রাগন দেখতে খুব ভালবাসত। আর তারপর থেকেই তার মনে জন্মায় ড্রাগন প্রেম। ড্রাগন নিয়ে বিভিন্ন বই ইতিমধ্যে পড়ে ফেলেছে সে। সারাদিন তা নিয়েই থাকে ডাইনোসর ও ড্রাগন।

আরও পড়ুন: করম পরব আসলে কী জানেন? গোটা জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে

ইভান অন্য আর পাঁচটা শিশুর থেকে অনেক উন্নত চিন্তার অধিকারী বলে প্রথমেই ধরে ফেলেন তার অঙ্কন শিক্ষক দেবরাজ বেরা‌। তিনি তাকে আঁকার উপর স্পেশালাইজেশন করতে বলেন। তারপর থেকে ধীরে ধীরে ডাইনোসর ও ড্রাগন আঁকা বাড়তে থাকে তার। এখন ইভান বিভিন্ন ধরণের ডাইনোসর, তৃণভোজী থেকে মাংসাশী সমস্ত রকমের ডাইনোসর আলাদা আলাদা করে আঁকতে পারে।

advertisement

মাত্র ৯ বছরের ইভান প্রায় ১০০ টি ডাইনোসর ও ড্রাগন এঁকে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। ইভানের বাবা-মা প্রসূণ মাইতি ও সোমা রায় মাইতি ছেলের এই প্রতিভার জন্য খুবই খুশি। তাঁরা চাইছেন ইভান বড় হয়ে অঙ্কন শিক্ষায় মনোনিবেশ করুক।

আরও পড়ুন: দুর্গাগ্রাম মানেই মালার রাজ্য! বিশ্বকর্মা পুজোর আগে তুঙ্গে ব্যস্ততা

advertisement

ইভানও চায় বড় হয়ে বড় শিল্পী হতে। তবে ইভানের এই ড্রাগন প্রেমের গল্পের কথা সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ইভানের অঙ্কন প্রশিক্ষক দেবরাজ বেরা জানিয়েছেন, ইভান ছোট থেকেই খুবই মেধাবী। বড় হয়ে আরও অনেক উন্নতি করুক এটাই চান তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ ডাইনোসর ও ড্রাগন! ইভানের শিল্পের দুনিয়ায় ওরাই সত্যি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল