করম পরব আসলে কী জানেন? গোটা জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে

Last Updated:

পাঁচ দিন ধরে বীজ অঙ্কুরোদগমের আচার-অনুষ্ঠান শেষে ধমসা-মাদলের তালে নাচ ও গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় উৎসব। পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে করম পুজো ও করম নাচের উৎসব পালিত হয়ে থাকে

করম উৎসব
করম উৎসব
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের লোকসংস্কৃতির অন্যতম অংশ করম পরব। জাওয়া বা অঙ্কুরোদগমকে কেন্দ্র করে প্রতিবছর ছোটনাগপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পালিত হয় এই কৃষি ভিত্তিক উৎসব। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এমনকি সুদূর অসমে পর্যন্ত এই উৎসব পালিত হয়ে থাকে।
পাঁচ দিন ধরে বীজ অঙ্কুরোদগমের আচার-অনুষ্ঠান শেষে ধমসা-মাদলের তালে নাচ ও গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় উৎসব। পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে করম পুজো ও করম নাচের উৎসব পালিত হয়ে থাকে। ঝালদার মহকুদর ও গোপালপুর গ্রামেও চলে এই উৎসব। গ্ৰামের কুমারী মেয়েরা ঐতিহ্যবাহী রীতিনীতির মধ্য দিয়ে অঙ্কুরিত বীজের ডালা নিয়ে  পুজোয় অংশ নেন।
advertisement
আরও পড়ুন: দুর্গাগ্রাম মানেই মালার রাজ্য! বিশ্বকর্মা পুজোর আগে তুঙ্গে ব্যস্ততা
এ বিষয়ে ব্রতীরা বলেন, বংশ পরম্পরায় তাঁরা এই উৎসব পালন করে আসছেন। এটা তাঁদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। পাঁচদিন ব্যাপী চলে এই উৎসব। সারাটা বছর তাঁরা এই সময়ের অপেক্ষায় থাকেন।
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই ১ কোটি ৮৪ লক্ষ খরচ! আলো ঝলমল হয়ে উঠবে এই শহর
করম উৎসব শুধু যে কৃষি জীবনের সঙ্গে যুক্ত একটি প্রাচীন আচার নয়, সেটা বোঝাটা আগে দরকার। জীবন-জীবিকা, সুখ-দুঃখ, সংগ্রাম ও ইতিহাসের প্রতিচ্ছবি এই করম মাস। করম গানে কুমারী মেয়েরা তাঁদের জীবনকথা, আনন্দ-বেদনা ও আশা-আকাঙ্ক্ষা বর্ণনা করেন। করম নাচে ফুটে ওঠে প্রাচীন সভ্যতার চেতনা। যা আজও গ্রামীণ সমাজে ঐক্যের বার্তা পৌঁছে দেয়। ছোটনাগপুরের মানুষদের জীবনে সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই উৎসব।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করম পরব আসলে কী জানেন? গোটা জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement