জ্যোতিপ্রিয়-হীন উত্তর ২৪ পরগনার মাটিতে দাঁড়িয়ে এদিন ফের একবার হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। কার্যত তিনি যে বালুর পাশেই আছেন সেই বার্তাই জোরালো গলায় দিলেন মমতা। কেন্দ্র তথা কেন্দ্রীয় তদন্তকারী দলকে তুমুল নিশানা করে মমতা বলেন, “বালুকে গ্রেফতার করা হয়েছে যাতে ভোটের কাজ না করতে পারে। ইডি, সিবিআই দিয়ে অত্যাচার করছে। যা চলছে সন্ত্রাস, অত্যাচার, আগে কখনও সরকার করেনি। এই অত্যাচার বন্ধ করতে হবে।”
advertisement
আরও পড়ুন : ‘বিষের’ চেয়ে কম নয়…! ‘উপকারী’ আমলকি খাওয়ার আগে দশবার ভাবুন ‘এঁরা’! জানুন বিশেষজ্ঞের মত
উল্লেখ্য, জ্যোতিপ্রিয়-হীন উত্তর ২৪ পরগনায় আজ কর্মিসভার বৈঠকে যোগ দিয়ে দলকে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনের আগে আজ চাকলা থেকে একদিকে বিরোধী শিবিরের বিরুদ্ধে একের পর এক নিশানা করার পাশাপাশি দলীয় কর্মীদেরও সতর্ক করে হুঁশিয়ারি দিলেন মমতা।
কার্যত তেইশের শেষেই চব্বিশের প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। আজ, চাকলায় তৃণমূলের কর্মিসভার মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচারে এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়-হীন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে শাসকদলের। তৃণমূলনেত্রীর নির্দেশে আগেই গঠিত হয়ে গিয়েছে কোর কমিটি। তারইমধ্যে আজ সভা থেকে বড় বার্তা মমতার।
আরও পড়ুন : ‘কেউকেটা হয়ে গিয়েছে…’! চাকলা থেকে বড় হুঁশিয়ারি মমতার! কাকে করলেন টার্গেট?
দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি নিজেরা কেউকেটা হয়ে গিয়েছেন। আর দলের মুখ পোড়াচ্ছেন। কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না। কেউ যদি ভাবে আমি বড় নেতা, কেউকেটা হয়ে গিয়েছি তা কিন্তু হবে না। মানুষকে ভালোবাসতে হবে। দুর্দিনে তাঁদের পাশে থাকতে হবে। কেউ দু:খ করে বাড়িতে বসে থাকলে তাঁকে ডেকে আনুন। আমি বড় হয়ে কাউকে পাত্তা দিলাম না এটাও ঠিক নয়।”