'কেউকেটা হয়ে গিয়েছে...'! চাকলা থেকে বড় হুঁশিয়ারি মমতার! কাকে করলেন টার্গেট?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: জ্যোতিপ্রিয়-হীন উত্তর ২৪ পরগনায় আজ কর্মিসভার বৈঠকে যোগ দিয়ে দলকে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
চাকলা: জ্যোতিপ্রিয়-হীন উত্তর ২৪ পরগনায় আজ কর্মিসভার বৈঠকে যোগ দিয়ে দলকে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনের আগে আজ চাকলা থেকে একদিকে বিরোধী শিবিরের বিরুদ্ধে একের পর এক নিশানা করার পাশাপাশি দলীয় কর্মীদেরও সতর্ক করে হুঁশিয়ারি দিলেন মমতা।
কার্যত তেইশের শেষেই চব্বিশের প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। আজ, চাকলায় তৃণমূলের কর্মিসভার মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচারে এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়-হীন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে শাসকদলের। তৃণমূলনেত্রীর নির্দেশে আগেই গঠিত হয়ে গিয়েছে কোর কমিটি। তারইমধ্যে আজ সভা থেকে বড় বার্তা মমতার।
advertisement
advertisement
দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি নিজেরা কেউকেটা হয়ে গিয়েছেন। আর দলের মুখ পোড়াচ্ছেন। কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না। কেউ যদি ভাবে আমি বড় নেতা, কেউকেটা হয়ে গিয়েছি তা কিন্তু হবে না। মানুষকে ভালোবাসতে হবে। দুর্দিনে তাঁদের পাশে থাকতে হবে। কেউ দু:খ করে বাড়িতে বসে থাকলে তাঁকে ডেকে আনুন। আমি বড় হয়ে কাউকে পাত্তা দিলাম না এটাও ঠিক নয়।”
advertisement
জ্যোতিপ্রিয়হীন উত্তর চব্বিশ পরগনায় এসে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি-সিবিআই এর কার্যকলাপ নিয়ে মুখ খোলেন মমতা । তৃণমূল নেত্রীর কথায়, “বালুকে গ্রেফতার করা হয়েছে যাতে ভোটের কাজ না করতে পারে। ইডি, সিবিআই দিয়ে অত্যাচার করছে। যা চলছে সন্ত্রাস, অত্যাচার। আগে কখনও সরকার করেনি। এই অত্যাচার বন্ধ করতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 2:31 PM IST