এই এলাকায় মল্লিক পরিবারের অনেক অবদান রয়েছে এমনই জানালেন এলাকার বাসিন্দারা। তবে তার গ্রামে যে বাড়ি রয়েছে সেই বাড়ি দেখে বোঝার উপায় নেই তিনি এত কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: কত কোটির মালিক সস্ত্রীক জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে? রইল হিসেব-নিকেশ
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরই গতকাল তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি চক্রান্তের শিকার। আর মন্তেশ্বরের খাঁপুরে বসবাসকারী নবীন থেকে প্রবীণ সকলেই জানাচ্ছেন মল্লিক পরিবারের একাধিক অবদান রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, তৈরি হয়েছে পাওয়ার হাউস, কলেজ, আর যার বেশিরভাগ অংশই মল্লিক পরিবারের দান করা জমির উপরেই তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীদের।
advertisement
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
তবে জ্যোতিপ্রিয়বাবু এখানে খুব বেশি আসতেন না, কোন কোন বছর পুজোর সময় আসতেন। আর তার এই গ্রেফতারিতে উন্নয়ন থমকে যাবার পাশাপাশি এলাকাবাসীদের মন খারাপ এমনও জানান এদিন তারা।