TRENDING:

Gangasagar Mela 2025: গয়াধামের মতোই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে হয় বালির পিণ্ডদান!

Last Updated:

Gangasagar Mela 2025:মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর কয়েক দিনের জন্য হয়ে যায় মিনি ভারতবর্ষ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমান সাগরতীরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, গঙ্গাসাগর: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশে গঙ্গাসাগরের বালি দিয়ে হয় পিণ্ডদান। গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করতে প্রতিবছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গণে সমুদ্র সৈকতে ছুটে আসেন। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর কয়েক দিনের জন্য হয়ে যায় মিনি ভারতবর্ষ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমান সাগরতীরে। পুণ্যলগ্নে স্নানের পাশাপাশি পিতৃপুরুষের উদ্দেশে চলে পিণ্ডদান।
advertisement

পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শ্রাদ্ধ-শান্তি করার জন্য গয়ায় বহু মানুষের ভিড় জমে। পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম করার জন্য শাস্ত্রে ৫৫টি স্থানের গুরুত্ব স্বীকার করা হয়েছে। এই ৫৫টি স্থানের মধ্যে বিহারের গয়াই সর্বাধিক শ্রেষ্ঠ। সাধারণত চালের তৈরি পিণ্ড দান করা হয়ে থাকে। কিন্তু বিহারের গয়ায় ফল্গু নদীর তীরে বালির তৈরি পিণ্ডদান করা হয়, যাকে চালের পিণ্ডদানের সমান মনে করা হয়।

advertisement

আরও পড়ুন : উত্তরবঙ্গেও রয়েছে এক ‘গঙ্গাসাগর’! অসংখ্য ভক্তের ঢল! জানুন কোথায়

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এ বিষয়ে বিশেষজ্ঞ দেবপ্রসাদ ত্রিপাঠী তিনি জানান, শুধু বঙ্গবাসী নয় গঙ্গাসাগরের পবিত্র জায়গায় এসে দেশের ও বিদেশের বহু মানুষ তাদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করে মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এসে পিণ্ডদান করেন। পিণ্ডদানের মাধ্যমে তাদের পিতৃপুরুষের আত্মা মোক্ষ লাভ করেন বলে মনে করা হয়।বাল্মীকি রামায়ণে গয়ায় বালির পিণ্ডদানের মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। এ বিষয়ে পঞ্চানন কর বলেন, পূর্বপুরুষ থেকে এই প্রথা চলে আসছে মূলত রামায়ণের সময়কালে সীতা রাজা দশরথের মৃত্যুর পর বালি দিয়ে পিন্ডদান করেছিলেন তারপর থেকে এই প্রথা চলে আসছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: গয়াধামের মতোই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে হয় বালির পিণ্ডদান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল