মেলাকে সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব রাখতে প্রশাসনের তরফে একাধিক আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইলামবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে স্টল বুকিংয়ের জন্য চালু হয়েছে অনলাইন ও অফলাইন উভয় ব্যবস্থাই। এবছর প্রথমবার চালু করা হয়েছে বিশেষ অ্যাপ্লিকেশন ‘প্রয়াস’।
আরও পড়ুন: অশোকনগর পেল নতুন সাবডিভিশনাল ট্রাফিক গার্ড অফিস, জাতীয় সড়ক থেকে যান চলাচল, বিশেষ সুবিধা পাবেন আমজনতা
advertisement
বীরভূমের ইলামবাজার ব্লকের বিডিও অনির্বাণ মজুমদার জানান, “আমরা এ বছর ‘প্রয়াস’ নামে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছি। মোবাইল ও কম্পিউটার দু’ভাবেই এই অ্যাপ ব্যবহার করা যাচ্ছে। দোকানদারদের যাবতীয় তথ্য ও ছবি সেখানে সংরক্ষিত থাকছে। অনলাইন রসিদ মিলছে এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টের সুবিধাও দেওয়া হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২৫০টি আখড়া বসতে পারে। বর্তমানে ১১০টি স্থায়ী আখড়া রয়েছে। অস্থায়ী আখড়ার সংখ্যা গত বছর ছিল আনুমানিক ১৭০টি, যা এ বছর আরও বাড়তে পারে বলে অনুমান। মেলা শুরু হলে আখড়ার চূড়ান্ত সংখ্যা স্পষ্ট হবে। পাশাপাশি নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, আলো ও ট্রাফিক নিয়ন্ত্রণ সব দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিল্পী, সাধুসন্ত ও দর্শনার্থীদের প্রত্যাশা, ঐতিহ্য ও শৃঙ্খলার মেলবন্ধনে এবারের জয়দেব-কেন্দুলি মেলা আরও স্মরণীয় হয়ে উঠবে।





