ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা এক ভালবাসা প্রসেনজিতের, যখনই সুযোগ পেত সাইকেল নিয়েই ছুট দিত। হয়ত তখনই বোনা হয়ে গিয়েছিল আজকের স্বপ্ন। তাই একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্যে এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশের দিকে রওনা দিতে চলেছে লালগোলার বাসস্ট্যান্ড এলাকার সকলের প্রিয় জোজো কুমার। ২০১৯ সালে সাইকেল চালিয়ে তেপান্তরের পথে নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল সে। মোট ২২৮ দিনে ১৬ হাজার ১০০ কিমির পথ পেরিয়ে ভারত জয় করে ঘরে ফিরেছিল।
advertisement
আরও পড়ুন: ‘সুন্দরী’ বাঁকুড়ার এটা কোথায় বলতে পারবেন? জানলে অবাক হবেন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২০২৩ সালে প্লাস্টিক বর্জনের প্রচারে সাড়ে চার হাজার কিমি সাইকেল চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে শামিল হয়েছিল জোজো। এবার ২০২৫ সালে ৪ জানুয়ারি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। প্রথমে শ্রীলঙ্কা, তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল, ভুটান এবং বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবে মায়ানমারে। তারপর লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে তার প্রিয় সাইকেল নিয়ে। প্রায় ১৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে তার সময় লাগবে দু’বছরের মত।
বিশ্বজুড়ে চলবে রক্তদান, প্লাস্টিক বর্জনের প্রচার। সুযোগ পেলে বিদেশের মাটিতেও জোজো লাগাবে চারা গাছ, মানুষকে বার্তা দেবেন সুস্থ শরীর সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাইকেল চালানোর কথাও। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে বছর ২৬ এর এই যুবকের উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সকলেই।
নীলাঞ্জন ব্যানার্জী





