আরও পড়ুন: চলন্ত ভটভটিতে আচমকা আগুন! কোনওমতে প্রাণে বাঁচলেন চালক
বাঁকুড়ার তালড্যাংরার জয়েন্ট বিডিও-র বিবাহ বার্ষিকীর দিনে নেওয়া এই উদ্যোগ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধারা। স্থানীয় এক সমাজসেবী সংগঠনের মাধ্যমে গোটা বিষয়টি ঘটেছে। সেখানে কেক কাটা, আড্ডা এবং খাওয়া দাওয়া সবকিছু হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বৃদ্ধাবাসের আবাসিকদের প্রতিদিনের খাদ্য তালিকা আগে থেকেই নির্ধারিত করা আছে। রুটিন মাফিক খাওয়া দাওয়ার মধ্যে এই স্বাদের পরিবর্তন বিশেষ দাগ কেটেছে সকলের মনে। বৃদ্ধাবাসের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী বিস্ময় প্রকাশ করে জানান, অনেক সরকারি আধিকারিক দেখেছি, তবে বৃদ্ধাবাসে এসে বিবাহ বার্ষিকী পালনের দৃশ্য বিরল। উনি ভুল কিছু বলেননি, সত্যিই এই দৃশ্য বিরল। তবে শুভানুধ্যায়ীদের আশা আগামী দিনে আরও এমন কিছু বিরল দৃশ্য হয়তো দেখা যাবে। তাতে জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধাবাসে ঠাঁই হওয়া বয়স্ক মানুষগুলোর মুখে একটু অন্তত হাসি ফুটবে।
নীলাঞ্জন ব্যানার্জী