Coochbehar News: চলন্ত ভটভটিতে আচমকা আগুন! কোনওমতে প্রাণে বাঁচলেন চালক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
স্থানীয় বাসিন্দা সমীর রায় জানান, মাথাভাঙা কলেজ মোড় থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল পাট বোঝাই একটি ভটভটি। হঠাৎই আগুন জ্বলে ওঠে গাড়িটিতে থাকা পাটের মধ্যে
কোচবিহার: মাথাভাঙা কলেজ মোড় এলাকায় চলন্ত ভটভটিতে আচমকা আগুন ধরে গেল। ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেন স্থানীয়রা। ওই ভটভটিটি পাটে বোঝাই ছিল। আচমকাই আগুন জ্বলে ওঠে রাস্তায় দিয়ে চলার সময়। তবে দ্রুত স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তাতেও কাজ হচ্ছিল না। তখন বাধ্য হয়ে খবর পাঠানো হয় মাথাভাঙা দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই সময়ের মধ্যে কলেজ মোড় এলাকায় রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যানজট সামলাতে ছুটে আসে মাথাভাঙা ট্রাফিক পুলিশ।
স্থানীয় বাসিন্দা সমীর রায় জানান, মাথাভাঙা কলেজ মোড় থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল পাট বোঝাই একটি ভটভটি। হঠাৎই আগুন জ্বলে ওঠে গাড়িটিতে থাকা পাটের মধ্যে। রীতিমত দিশেহারা হয়ে পড়েন ভটভটির চালক। কোনওমতে ভটভটি থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন তিনি। অবশেষে এলাকার মানুষ এবং দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে এই আগুন লাগল সেই বিষয়টি স্পষ্ট নয়। এছাড়া আগুন লাগার পর বেশ কিছুক্ষণ কলেজ মোড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
দমকল বাহিনীর অফিসার ইনচার্জ নরেন রায় জানান, চলমান গাড়িটিতে আগুন লাগার ফলে বিপাকে পড়ে ভটভটি চালক। তবে কোনও মতে প্রাণে বেঁচে যান। তবে ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইঞ্জিন থেকে এই অগ্নি সংযোগের ঘটনাটি ঘটেছে। ভটভটির চালক আইদুল মিঁয়া জানান, ভবের হাট থেকে পাট ওজন করিয়ে কোচবিহারের দিকে যাচ্ছিলেন। তখনই মাথাভাঙা কলেজ মোড় এলাকায় আগুন লেগে যায় গাড়িতে। তাঁর অনুমান রাস্তায় একটি জায়গায় বেশকিছু বোমা ফেটানো হচ্ছিল। সেই বোমার আগুন হয়তো গাড়িতে এসে পড়েছে। সেই জন্য আগুন লেগেছে। তবে এই অগ্নি সংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে পাটের মালিকের ও ভটভটির চালকের।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 5:58 PM IST