Siliguri News: শিলিগুড়িতে সাড়ম্বরে পালিত হল কেক মিক্সিং উৎসব
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
পাশ্চাত্যের খ্রিশ্চান ধর্মাবলম্বী লোকেদের মিলন উৎসব ছিল এই কেক মিক্সিং। আজ আমাদের দেশে গোয়া এবং কেরলে এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। এবার বাংলাতেও তার ঝলক দেখা গেল
শিলিগুড়ি: বড়দিন মানেই তো কেকের গন্ধ। আর সেই কেকের প্রস্তুতি পাশ্চাত্যে বিরাট উৎসব হিসেবে পালন করা হয়। সেই সংস্কৃতির ধারা এখন এ দেশেও মিলেমিশে একাকার হয়ে গেছে। কেক মিক্সিং উৎসব তাই আজ সাত সমুদ্র পেরিয়ে শিলিগুড়িতেও। হোটেল অটোগ্রাফ ইন-এ এই কেক মিক্সিং অনুষ্ঠানের সূচনা করেন। শহরের পর্যটন ব্যবসায়ীরা, হোটেলের সদস্য, হোটেলের ম্যানেজার সকলেই এই মজাদার কেক মিক্সিং অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এছাড়াও অন্যান্য শেফ-সহ রিসর্টের কর্মীরা এবং আবাসিক ও অতিথিরা এতে যোগদান করেছিল।
আরও পড়ুন: বিরকিটি নদীতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ
বড়দিনের আগে এ হল কেক বানানোর প্রস্তুতি। সপ্তদশ শতকে ইংল্যান্ড এবং পোল্যান্ডে বিশেষভাবে উদযাপন করা শুরু হয় এই উৎসবের। বিভিন্ন ফল, বাদাম, টুটিফ্রুটি, কিশমিশ, খোবানি, চেরি, ডুমুর, ক্র্যানবেরি, ওয়াইন, রাম, বিয়ার, হুইস্কির মতো নানা উপাদান মিশিয়ে এই কেকের মিশ্রণটি তৈরি হয়। সবাই মিলে এই মিশ্রণটি তৈরি করে ১২ থেকে ১৫ দিনের জন্য এটি রেখে দেওয়া হয়। তারপরে বড়দিনের আগে একটি প্রস্তুত হয়ে গেলে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় এই পাম কেক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
পাশ্চাত্যের খ্রিশ্চান ধর্মাবলম্বী লোকেদের মিলন উৎসব ছিল এই কেক মিক্সিং। আজ আমাদের দেশে গোয়া এবং কেরলে এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। এবার বাংলাতেও তার ঝলক দেখা গেল। পর্যটন ব্যবসায়ী রাজ বসু এই কেক মিক্সিং সম্পর্কে জানান, বিভিন্ন ধরণের বাদাম, বেরি, ড্রাইফ্রুটস, টুটিফ্রুটি মোরব্বা ইত্যাদি আরও নানা উপকরণ এক সঙ্গে করে ভেজানো হয় রাম অথবা ওয়াইনের মিশ্রণে। পরে এই মিশ্রণ ব্যাবহার করা হয় পাম কেক বা ফ্রুট কেকে তৈরিতে। যত বেশি দিন এগুলো ওয়াইন ভেজানো থাকে সেই কেকের স্বাদ তত ভাল হয়। উৎসবে অংশগ্রহণ করে সম্রাট সান্যাল বলেন, আমরা বাঙালিরা সমস্ত উৎসবকেই নিজের আপন করে নিই। এই উৎসব আগামী দিনে শহরজুড়ে পালিত হবে বলে আমার বিশ্বাস।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 5:36 PM IST