রাধা কৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশবিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। মূলত ঝুলনযাত্রা হল রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে ঝুলন একটি গুরুত্বপূর্ণ উৎসব। কথিত আছে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়েছিল।
আরও পড়ুন: মর্মান্তিক মৃত্যু স্ত্রী হাতির! জ্বলন্ত শলাকা ছুড়ে হত্যা, প্রতিবাদে গর্জে উঠল জঙ্গলমহল
advertisement
বর্তমানে বৃন্দাবন ছাড়াও দেশবিদেশের বহু স্থানে এই উৎসব পালন করা হয়। মথুরা বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। আজও অমলিন নানা ধরনের মাটির পুতুল কাঠের দোলনা আরগাছপালা দিয়ে ঝুলন সাজানোর আকর্ষণ রয়েছে। তবে মুর্শিদাবাদের বহরমপুরের গির্জাপাড়ার খাগড়া এলাকায় তরুণ সাথীর উদ্যোগে প্রতি বছর ঝুলন যাত্রার আয়োজন করা হয়। এবছর ৪৩ তম বর্ষে পদার্পন করল বালন যাত্রা।
প্রতি বছরের মতো এবছর ও থিমের মাধ্যমে সাজানো হয় ঝুলন। এবছর রানার, জন্মাষ্ঠমী, পাঞ্জাবের অমৃত সরের স্বর্ণ মন্দির-সহ মোট ৭টি থিমে ঝুলন যাত্রার আয়োজন করা হয়। ছোট থেকে বড় সকলেই এই ঝুলন যাত্রা দেখতে ভিড় জমিয়েছে। ছোটদের উৎসাহিত করার জন্য বিশেষ আকর্ষণ ভূতের শো-এর আয়োজন করা। যা দেখে রীতিমতো আনন্দিত খুদেরা।
কৌশিক অধিকারী