অনবরত ওভারলোডেড গাড়ি পার হয় এই রাস্তা দিয়ে। গাড়ির পারমিট রয়েছে ৩৫ থেকে ৪০ সিএফপি সেখানে মাল যাচ্ছে ৬৫ থেকে ৭০ সিএফটি। অর্থাৎ এক একটি গাড়িতে দ্বিগুণ লোডে বালি যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ তুলছেন স্থানীয় খাদান মালিকের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুনঃ দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন, বাকিরা ফিরলেও ২ মৎস্যজীবী গঙ্গাসাগর থেকে নিখোঁজ!
অবরোধের পর থেকে থমথমে হয়ে পড়েছে গোটা এলাকা। বুধবার রাতে খাদান মালিকের গুন্ডাবাহিনী এসে আক্রমণ চালায় গ্রামবাসীদের উপর। অভিযোগ বেশ কয়েকটি মোবাইল ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করার চেষ্টা করেছিল গুন্ডারা। কিন্তু স্থানীয়রা সফলভাবে গুন্ডাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গ্রামবাসীদের আরও অভিযোগ, গুন্ডারা বন্দুক নিয়ে এসেছিল গ্রামবাসীদের উপর হামলা চালানোর জন্য। এমনকি হুমকিও দিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে গ্রামে গিয়ে সকলকে মারধর করা হবে বলে শাসিয়ে গিয়েছে খাদান মালিকের গুন্ডারা।