ঝাড়গ্রাম জেলার দক্ষিণ প্রান্তে রয়েছে গোপীবল্লভপুর। গোপীবল্লভপুর বাজার থেকে পশ্চিম দিকে ২৪ কিলোমিটার দূরে হাতিবাড়ি এলাকায় রয়েছে ঝিল্লির পাখিরালয়। ঝিল্লির পাখিরালয়ের একপাশে উড়িষ্যা রাজ্য অন্য পাশে ঝাড়খন্ড রাজ্য। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলার পর্যটকঝিল্লির পাখিরালয়ের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য জমায়েত হন। এছাড়াও পাশাপাশি দুই রাজ্য ঝাড়খণ্ড এবং ওড়িশার পর্যটকরাও ভিড় জমায় ঝিল্লির পাখিরালয়ে।
advertisement
গোপীবল্লভপুর থেকে ঝিল্লির পাখিরালয় যাওয়ার পথে ঝিল্লির মোড় থেকে ঝিল্লির পাখিরালয় পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় মানুষজন রাস্তাটিকে সংস্কারের জন্য বহুবার দাবি জানিয়েছেন। গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ রাস্তাটি সংস্কারের জন্য জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, “ঝিল্লির পাখিরালয় যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে সমস্যায় পড়ছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে বেড়াতে আসা পর্যটকরা বিষয়টি আমার নজরে এসেছে। আমরাও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করার জন্য”।
যানবাহন চলাচল তো দূরের কথা সমস্যায় পড়ছেন পথ চলতি সাধারণ মানুষও। রাস্তা খারাপ হওয়ার কারণে বহু পর্যটক যেতে চাইছে না দিল্লির পাখিরালয়ে। শীতের মরশুম শুরু হওয়া মানেই পর্যটকের মরশুমের শুরু হয়ে যায়। জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তাটি সংস্কার হলে উপকৃত হবে পর্যটকদের পাশাপাশি এলাকার মানুষজন।
বুদ্ধদেব বেরা