TRENDING:

Jhargram Weekend Trip: ঝাড়গ্রাম বেড়াতে গেলেই সকলে যান, কিন্তু এবারে সেখানে পৌঁছেই হতাশ সকলে, কী এমন হল! বিস্ময়

Last Updated:

Jhargram Weekend Trip: পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হল ঝিল্লির পাখিরালয়। কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা ও ঝাড়খন্ড এই দুই রাজ্যের পর্যটকদেরও ভিড় জমে ঝিল্লির পাখিরালয়ে। রাস্তার বেহাল দশা হয় সমস্যায় পড়ছেন পর্যটকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হল ঝিল্লির পাখিরালয়। কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা ও ঝাড়খণ্ড এই দুই রাজ্যের পর্যটকদেরও ভিড় জমে ঝিল্লির পাখিরালয়। শীতের সময় বেড়ানোর পাশাপাশি পিকনিকের আনন্দে মেতে উঠেন বহু মানুষ। কিন্তু ঝিল্লির পাখিরালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে।
advertisement

ঝাড়গ্রাম জেলার দক্ষিণ প্রান্তে রয়েছে গোপীবল্লভপুর। গোপীবল্লভপুর বাজার থেকে পশ্চিম দিকে ২৪ কিলোমিটার দূরে হাতিবাড়ি এলাকায় রয়েছে ঝিল্লির পাখিরালয়। ঝিল্লির পাখিরালয়ের একপাশে উড়িষ্যা রাজ্য অন্য পাশে ঝাড়খন্ড রাজ্য। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলার পর্যটকঝিল্লির পাখিরালয়ের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য জমায়েত হন। এছাড়াও পাশাপাশি দুই রাজ্য ঝাড়খণ্ড এবং ওড়িশার পর্যটকরাও ভিড় জমায় ঝিল্লির পাখিরালয়ে।

advertisement

আরও পড়ুনঃ পাহাড়-সমুদ্র তো যানই, এবারে গন্তব্য তাহলে জঙ্গল? রইল ভারতের সেরা ৫ জাতীয় উদ্যানের হদিশ, শীতে ঘুরে আসুন

গোপীবল্লভপুর থেকে ঝিল্লির পাখিরালয় যাওয়ার পথে ঝিল্লির মোড় থেকে ঝিল্লির পাখিরালয় পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় মানুষজন রাস্তাটিকে সংস্কারের জন্য বহুবার দাবি জানিয়েছেন। গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ রাস্তাটি সংস্কারের জন্য জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, “ঝিল্লির পাখিরালয় যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে সমস্যায় পড়ছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে বেড়াতে আসা পর্যটকরা বিষয়টি আমার নজরে এসেছে। আমরাও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করার জন্য”।

advertisement

View More

যানবাহন চলাচল তো দূরের কথা সমস্যায় পড়ছেন পথ চলতি সাধারণ মানুষও। রাস্তা খারাপ হওয়ার কারণে বহু পর্যটক যেতে চাইছে না দিল্লির পাখিরালয়ে। শীতের মরশুম শুরু হওয়া মানেই পর্যটকের মরশুমের শুরু হয়ে যায়। জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তাটি সংস্কার হলে উপকৃত হবে পর্যটকদের পাশাপাশি এলাকার মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Weekend Trip: ঝাড়গ্রাম বেড়াতে গেলেই সকলে যান, কিন্তু এবারে সেখানে পৌঁছেই হতাশ সকলে, কী এমন হল! বিস্ময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল