Best Jungle Safari in India: পাহাড়-সমুদ্র তো যানই, এবারে গন্তব্য তাহলে জঙ্গল? রইল ভারতের সেরা ৫ জাতীয় উদ্যানের হদিশ, শীতে ঘুরে আসুন

Last Updated:
Best Jungle Safari in India: ভারতের পাঁচটি জাতীয় উদ্যান যেখান থেকে ঘুরে আসতে পারেন আপনি এই শীতে। যেখানে চাক্ষুষ দেখতে পারেন বাঘ, সিংহ, হাতি-সহ আরও কত কী...
1/6
*ভারতের পাঁচটি জাতীয় উদ্যান যেখান থেকে ঘুরে আসতে পারেন আপনি এই শীতে। যেখানে চাক্ষুষ দেখতে পারেন বাঘ! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
*ভারতের পাঁচটি জাতীয় উদ্যান যেখান থেকে ঘুরে আসতে পারেন আপনি এই শীতে। যেখানে চাক্ষুষ দেখতে পারেন বাঘ! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
advertisement
2/6
*জিম করবেট জাতীয় উদ্যান: উত্তরাখণ্ডের নৈনিতালে রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। সকাল ছ'টা থেকে ন'টা এবং দুপুর আড়াই'টে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত সাফারি হয়। জিপ পিছু খরচ সাড়ে সাত হাজার টাকা।
*জিম করবেট জাতীয় উদ্যান: উত্তরাখণ্ডের নৈনিতালে রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। সকাল ছ'টা থেকে ন'টা এবং দুপুর আড়াই'টে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত সাফারি হয়। জিপ পিছু খরচ সাড়ে সাত হাজার টাকা।
advertisement
3/6
*তাড়োবা জাতীয় উদ্যান: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় ১৭২৭ বর্গ কিলোমিটার পরিধি নিয়ে অবস্থিত এই জাতীয় উদ্যান। বেশিরভাগটাই তার মধ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্য। কপাল ভাল থাকলে এখানেই বাঘের দেখা কিংবা বাঘের পায়ের ছাপ দেখতে পেতে পারেন। নভেম্বর মাসে সকাল ছ'টা এবং ডিসেম্বর মাসের সকাল সাড়ে ছ'টা থেকে জিপ সাফারি শুরু হয় এখানে। খরচ পাঁচ হাজার টাকার কাছাকাছি।
*তাড়োবা জাতীয় উদ্যান: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় ১৭২৭ বর্গ কিলোমিটার পরিধি নিয়ে অবস্থিত এই জাতীয় উদ্যান। বেশিরভাগটাই তার মধ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্য। কপাল ভাল থাকলে এখানেই বাঘের দেখা কিংবা বাঘের পায়ের ছাপ দেখতে পেতে পারেন। নভেম্বর মাসে সকাল ছ'টা এবং ডিসেম্বর মাসের সকাল সাড়ে ছ'টা থেকে জিপ সাফারি শুরু হয় এখানে। খরচ পাঁচ হাজার টাকার কাছাকাছি।
advertisement
4/6
*পেঞ্চ জাতীয় উদ্যান: জঙ্গল বুক-এর মোগলি, বালু, বাগিরা চরিত্রগুলি এই জঙ্গল থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও সিয়নি জেলার কেন্দ্রে অবস্থিত এই উদ্যান। সকাল ছ'টা থেকে বেলা ১১'টা এবং দুপুর তিন'টে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত জিপ সাফারি হয়। খরচ প্রায় সাড়ে সাত হাজার টাকা।
*পেঞ্চ জাতীয় উদ্যান: জঙ্গল বুক-এর মোগলি, বালু, বাগিরা চরিত্রগুলি এই জঙ্গল থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও সিয়নি জেলার কেন্দ্রে অবস্থিত এই উদ্যান। সকাল ছ'টা থেকে বেলা ১১'টা এবং দুপুর তিন'টে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত জিপ সাফারি হয়। খরচ প্রায় সাড়ে সাত হাজার টাকা।
advertisement
5/6
*কাজিরাঙা জাতীয় উদ্যান: অসমের এই জাতীয় উদ্যানের জনপ্রিয়তা একশৃঙ্গ গন্ডারের জন্য। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে এই উদ্যান। জিপ ও হাতি সাফারি হয় এখানে। সকাল আট'টা থেকে দশ'টা এবং দুপুর দু'টো থেকে চার'টে পর্যন্ত, খরচ চাহিদা অনুযায়ী।
*কাজিরাঙা জাতীয় উদ্যান: অসমের এই জাতীয় উদ্যানের জনপ্রিয়তা একশৃঙ্গ গন্ডারের জন্য। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে এই উদ্যান। জিপ ও হাতি সাফারি হয় এখানে। সকাল আট'টা থেকে দশ'টা এবং দুপুর দু'টো থেকে চার'টে পর্যন্ত, খরচ চাহিদা অনুযায়ী।
advertisement
6/6
*গির জাতীয় উদ্যান: বাঘের ডেরা নয় সিংহের ডেরায় ঢুকতে গেলে যেতে হবে গুজরাতে। কপাল ভাল থাকলে দেখা হতে পারে এখানে এশিয়াটিক লায়নের। সকাল সাড়ে ছ'টা থেকে সাড়ে ন'টা, সাড়ে ন'টা থেকে সাড়ে বারো'টা এবং দুপুর তিন'টে থেকে ছ'টা তিনবার সাফারি হয় এখানে।
*গির জাতীয় উদ্যান: বাঘের ডেরা নয় সিংহের ডেরায় ঢুকতে গেলে যেতে হবে গুজরাতে। কপাল ভাল থাকলে দেখা হতে পারে এখানে এশিয়াটিক লায়নের। সকাল সাড়ে ছ'টা থেকে সাড়ে ন'টা, সাড়ে ন'টা থেকে সাড়ে বারো'টা এবং দুপুর তিন'টে থেকে ছ'টা তিনবার সাফারি হয় এখানে।
advertisement
advertisement
advertisement