Best Jungle Safari in India: পাহাড়-সমুদ্র তো যানই, এবারে গন্তব্য তাহলে জঙ্গল? রইল ভারতের সেরা ৫ জাতীয় উদ্যানের হদিশ, শীতে ঘুরে আসুন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Best Jungle Safari in India: ভারতের পাঁচটি জাতীয় উদ্যান যেখান থেকে ঘুরে আসতে পারেন আপনি এই শীতে। যেখানে চাক্ষুষ দেখতে পারেন বাঘ, সিংহ, হাতি-সহ আরও কত কী...
advertisement
advertisement
*তাড়োবা জাতীয় উদ্যান: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় ১৭২৭ বর্গ কিলোমিটার পরিধি নিয়ে অবস্থিত এই জাতীয় উদ্যান। বেশিরভাগটাই তার মধ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্য। কপাল ভাল থাকলে এখানেই বাঘের দেখা কিংবা বাঘের পায়ের ছাপ দেখতে পেতে পারেন। নভেম্বর মাসে সকাল ছ'টা এবং ডিসেম্বর মাসের সকাল সাড়ে ছ'টা থেকে জিপ সাফারি শুরু হয় এখানে। খরচ পাঁচ হাজার টাকার কাছাকাছি।
advertisement
advertisement
advertisement









