ঝাড়গ্রামের বড় পুজোগুলি মধ্যে অন্যতম পূর্বাশার পুজো। প্রতি বছরই কোনও না কোনও নতুন থিমে চমক দেয় এই ক্লাব। এবার তাঁদের থিম ভাবনায় পাঞ্জাবের অমৃতসর মন্দির। এই মণ্ডপে এলে মনে হবে যেন অবিকল পাঞ্জাবের স্বর্ণমন্দিরে এসেছেন।
আরও পড়ুনঃ বসিরহাটের বুকে দিঘার জগন্নাথ ধাম! উমার সঙ্গেই জগন্নাথদেবের দর্শন, বড় চমক ‘এই’ পুজো কমিটির
advertisement
পুজো কমিটির সদস্য গৌতমবাবু জানান, ‘ঝাড়গ্রামবাসী আমাদের পুজা মণ্ডপে আসার জন্য মুখিয়ে থাকেন। তাই জেলাবাসীর মন রাখার জন্য প্রতিনিয়ত নতুন থিমের উপর আমরা নজর দিই। এই বছর আমাদের থিম ভাবনায় রয়েছে অমৃতসরের স্বর্ণমন্দির। অনেকেই পাঞ্জাবের অমৃতসরের মতো জায়গায় ঘুরতে যেতে পারেন না। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী, অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে। সেইসব প্রতিবন্ধকতা কাটিয়ে তাঁরা যাতে পাঞ্জাবের এই মন্দিরটি চাক্ষুষ করতে পারেন সেই জন্যই আমরা এই থিম বেছে নিয়েছি।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবারই জেলার মধ্যে পূর্বাশার পুজো মণ্ডপে সেরা থিম ভাবনা ফুটে ওঠে। এবারও ব্যতিক্রম হয়নি। ভার্চুয়ালি এই পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থানার ঠিক পিছনে এলেই পূর্বাশার নিবেদিত স্বর্ণমন্দির দেখা যাবে।