TRENDING:

Jhargram News: মাটি ছেড়ে গাছে ঘর বাঁধছেন বাসিন্দারা! আচমকা কি এমন হল ঝাড়গ্রামে

Last Updated:

ঝাড়গ্রামে গাছে ঘর বাঁধছেন বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: আর মাটির উপরে নয়, এবার গাছের উপর সারি সারি ভাবে ঘর তৈরির কাজ শুরু হয়েছে। দেখলে মনে হবে যেন আগেকার যুগে কোন যুদ্ধক্ষেত্রে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এক প্রকার পরিখা বা গুহা। শত্রুপক্ষ থেকে আড়াল রেখে শত্রুর আনাগোনা লক্ষ্য রেখে তার উপর অতর্কিতে আক্রমণ করার মত আগেকার যুগে এরকম ঘর তৈরি করা হত। এবারও ঠিক সেই রকমই ঘর তৈরি করা হয়েছে ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে।
advertisement

ঝাড়গ্রাম জেলায় হাতির হানা লেগেই চলেছে আর এর ফলে নষ্ট হচ্ছে চাষের জমি বাড়ি ঘর। ঘুম ছুটেছে এলাকাবাসীর। ঘুম ছুটছে বন দফতরের। কোন কিছুতেই হাতির হানা আটকানো যাচ্ছে না। কখনও কখনও আবার বিট অফিসে তালা লাগিয়েও গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, তাতেও হাতির হানা কোন কিছুতেই থামছে না।

আরও পড়ুন: ৫ কোটি টাকায় ঝাড়গ্রাম পাচ্ছে নতুন প্রোজেক্ট! বেঁচে যাবে গোটা শহর, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বাসিন্দারা

advertisement

এবার তাই ঝাড়গ্রাম ব্লকের শিরশি, কইমা গ্রামের বাসিন্দারা হাতি তাড়ানোর জন্য গ্রামের মধ্যে থাকা বড় বড় গাছগুলিকে চিহ্নিত করে গাছের উপর ছোট ছোট বাঁশ কেটে মাচা তৈরি করে তার ওপর খড়ের ছাউনি দিয়ে একপ্রকার ঘর তৈরি করেছে, যার নাম স্থানীয় ভাষায় গাছ ঘর। রাত হলে গ্রামের বাসিন্দারা ওই ঘরের উপরে বসে থেকে হাতির আনাগোনা লক্ষ্য করে এবং হাতি দেখতে পেলেই ওই গাছ ঘর থেকে নেমে গ্রামবাসীরা একত্রিত হয়ে হাতে হুলা নিয়ে হাতি তাড়াতে বেরিয়ে পড়ে। এভাবেই দিনের পর দিন গাছ ঘরের মধ্যে থেকে হাতি তাড়ানোর কাজ চলে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গ্রামের মধ্যে নিজেদের জমিতে বা জঙ্গলে ঘোরাফেরা করলে হাতির অভিমুখ ভালভাবে বোঝা যায় না, কিন্তু লম্বা লম্বা গাছগুলিতে গাছ ঘর তৈরি করে সেখান থেকে পাহারা দিলে অতি সহজেই হাতি কোন দিকে যাতায়াত করছে তা বোঝা যায়। তাই হাতি তাড়ানোর এবং হাতির অভিমুখ বোঝার জন্যই ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামবাসীরা সারি সারিভাবে জঙ্গলের মধ্যে বড় গাছগুলিতে এই গাছ ঘর তৈরি করেছে।

advertisement

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: মাটি ছেড়ে গাছে ঘর বাঁধছেন বাসিন্দারা! আচমকা কি এমন হল ঝাড়গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল