Jhargram News: ৫ কোটি টাকায় ঝাড়গ্রাম পাচ্ছে নতুন প্রোজেক্ট! বেঁচে যাবে গোটা শহর, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বাসিন্দারা

Last Updated:

পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার ৫ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে

আবর্জনার স্তূপ
আবর্জনার স্তূপ
ঝাড়গ্রাম: অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় দিনের পর দিন গড়ে উঠছে নতুন নতুন জনবসতি। ছোট শহরটি বেড়ে উঠছে আকার আয়তনে। গৃহস্থের থেকে শুরু করে প্রতিদিন মানুষের ব্যবহার নানা জিনিসপত্রের কারণে বাড়ছে নোংরা আবর্জনা পরিমাণ। ঝাড়গ্রাম পৌরসভার সাফাইকর্মীরা প্রতিনিয়ত নোংরা আবর্জনা সাফাই করে চলেছে। পৌরসভার নির্দিষ্ট ভ্যাটে নোংরা আবর্জনাগুলি ফেলা হলেও অনেক সময় কোন অসাধু ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। যার কারণে বাড়ছে পরিবেশ দূষণ।
পরিবেশ দূষণের হাত থেকে জেলা শহরকে রক্ষা করতে রাজ্য সরকার ইতিমধ্যেই ৫ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই টাকা ব্যয় করে তৈরি হতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ঝাড়গ্রাম পৌরসভার শ্রীরামপুর এলাকার ভাস্করকাটায় ১২ একর জমির উপর পাঁচিলঘেরা ভ্যাট রয়েছে। প্রতিদিন বাড়ি বাড়ি ও শহরের বিভিন্ন জায়গা থেকে পৌরসভার সাফাই কর্মীরা নোংরা আবর্জনা সংগ্রহ করে ভ্যাটে নিয়ে গিয়ে ফেলে। সংগ্রহ করা আবর্জনাগুলিকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পচনশীল জঞ্জালগুলিকে সার এবং অপচনশীল আবর্জনাগুলিকে পুনর্ব্যবহার জন্য প্রক্রিয়া করতে চলেছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ভাস্করকাটায় বড় টিনের শেড তৈরি করা হবে। সেখানে শহরের সমস্ত আবর্জনা ফেলা হবে। সেইগুলিকে পচন ও অপচনশীল বাছাই করার পর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সার এবং প্লাস্টিকজাত বর্জ্যগুলিকে পুনর্ব্যবহার উপযুক্ত করে তোলার জন্য ভবন তৈরির পাশাপাশি বসানো হবে আধুনিক মেশিন। ভাস্করকাটার ভ্যাটটির বেশিরভাগ জায়গা নোংরা আবর্জনার স্তুপ হয়ে পড়ে রয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে জঞ্জালগুলিকে সার এবং পুনর্ব্যবহারের উপযুক্ত করে তোলা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুদিনের মধ্যে কাজ শুরু হতে চলেছে। জেলা শহরকে পরিষ্কার রাখার জন্য ঝাড়গ্রাম পুরসভার প্রায় ২০০ জন বিভিন্ন স্তরের সাফাই কর্মী রয়েছে। শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়, কোর্ট রোড, সুভাষ পার্ক চত্বর, শিব মন্দির মোড় সহ বিভিন্ন এলাকায় রাত্রে ঝাড়ু দেওয়ার জন্য ২০ জন সাফাই কর্মী রয়েছে।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ৫ কোটি টাকায় ঝাড়গ্রাম পাচ্ছে নতুন প্রোজেক্ট! বেঁচে যাবে গোটা শহর, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement